ঢাকা ,
বার : মঙ্গলবার
তারিখ : ২৮ অক্টোবর ২০২৫
বাংলা : ১৩ কার্তিক ১৪৩২
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা Uncategorized বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের সাবেক মহাসচিব ডা. নেভেল ডি’ রোজারিও’র মৃত্যুতে শোক প্রকাশ

বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের সাবেক মহাসচিব ডা. নেভেল ডি’ রোজারিও’র মৃত্যুতে শোক প্রকাশ

0
588

ডিসিনিউজ।।ঢাকা

বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের সাবেক মহাসচিব ডা. নেভেল ডি’ রোজারিও গতকাল আমেরিকার নিউ জার্সিতে এক সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন। ২০০০-২০০২ খ্রীষ্টাব্দ পর্যন্ত তিনি বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের মহাসচিবের দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করেছেন। এর পূর্বে তিনি বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের অন্ত:বর্তীকালীন কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ছাত্র জীবনে তিনি ছাত্র নেতৃত্বের সাথেও জড়িত ছিলেন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭৫ বছর। তিনি স্ত্রী, এক পুত্র সন্তান, ভাইবোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট মি. নির্মল রোাজরিও ও মহাসচিব মি. হেমন্ত আই কোড়াইয়া এক যুক্ত বিবৃতিতে তাঁর মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন।

তাঁরা তাঁদের বিবৃতিতে উল্লেখ করেছেন ডা. নেভেল ডি’ রোজারিও ছিলেন একজন নিবেদিতপ্রাণ চিকিৎসক, সমাজসেবক, লেখক ও চিন্তাশীল ব্যক্তি। তিনি সমবায় আন্দোলনের সাথেও ওতোপ্রোতভাবে জড়িত ছিলেন। নেতৃবৃন্দ বলেছেন, ডা. নেভেল ডি’ রোজারিও’র মৃত্যুতে খ্রীষ্টান সমাজ তথা দেশ একজন নিবেদিতপ্রাণ চিকিৎসক, সমাজসেবক এবং দেশদরদী মানুষকে হারিয়েছে। নেতৃবৃন্দ তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

উল্লেখ্য, নেভেল ডি রোজারিও একজন পরিচিত ব্যক্তিত্ব, যিনি তার লেখালেখি এবং সামাজিক কাজের জন্য পরিচিত। তার “শেকড়ের অন্বেষণে পূর্ববঙ্গে খ্রীষ্টধর্ম” বইটি খ্রীষ্টধর্মের ইতিহাস এবং পূর্ববঙ্গে এর বিস্তৃতি নিয়ে আলোচনা করে।