শিরোনাম :
বাংলাদেশ খ্রীষ্টান সম্প্রদায়ের পক্ষ থেকে শ্রীলঙ্কাবাসীদের প্রতি আন্তরিক সমবেদনা ও সংহতি প্রকাশ এবং ইস্টার সানডে শ্রীলঙ্কায় বোমা হামলা ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ: সিবিসিব
‘এপ্রিল ২১, ২০১৯ ইস্টার সানডে সকালে প্রার্থনার সময় শ্রীলঙ্কার কয়েকটি গির্জায় ও হোটেলে যে আত্মঘাতী বোমা হামলা হয়েছে, তার জন্য বাংলাদেশ খ্রীষ্টান সম্প্রদায়ের সকলের পক্ষ থেকে শ্রীলঙ্কাবাসীদের প্রতি আন্তরিক সমবেদনা, সংহতি এবং তাদের সাথে একাত্ম হয়ে গভীর শোক প্রকাশ করছি।’ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশ কাথলিক বিশপ সম্মিলনী এ মন্তব্য করেন।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এ ধরণের জঘণ্য ও নৃশংস ঘটনা অমানবিকতা, অরাজকতা ও অশান্তির এক নির্মম প্রকাশ। আমরা এই সন্ত্রাসী আত্মঘাতী বোমা হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। যারা এই ধরণের ঘৃণ্য কাজের সাথে জড়িত, তাদের মনপরিবর্তন কামনা করি, যেন তারা মানুষের ধ্বংস নয় বরং মানবকল্যানে এগিয়ে আসে।
যারা এই ঘটনায় নিহত হয়েছেন তাদের চিরশান্তি কামনা করি; যারা আহত হয়েছেন তাদের সুস্থতা কামনা করছি এবং এই ঘটনায় নিহত ও আহত সকল পরিবার তথা শ্রীলঙ্কাবাসী সকলের প্রতি আন্তরিক সমবেদনা ও সংহতি প্রকাশ করি। আমরা আমাদের প্রার্থনায় অন্তরে তাদের সাথে গভীর একাত্মতা অনুভব করছি। পরম করুণাময় ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন সেখানে অচিরেই শান্তি ফিরে আসে। শ্রীলঙ্কাবাসী সকলেই যেন এই গভীর শোক-বেদনা কাটিয়ে উঠতে পারেন। (প্রেস বিজ্ঞপ্তি)