শিরোনাম :
বাংলাদেশ বাইবেল সোসাইটির ৬৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
মহাসমারহে পালন করা হলো বাংলাদেশ বাইবেল সোসাইটির ৬৬তম প্রতিষ্ঠা বার্ষিকী।
শনিবার সকাল সাড়ে ১০টায় ঢাকার নিউ ইস্কাটন রোডে বাংলাদেশ বাইবেল সোসাইটির নিজস্ব অফিসে কার্যনির্বাহী পরিষদ, বিভিন্ন ডিনোমিনেশনের কর্মকর্তা, বাইবেল সোসাইটির লাইভ মেম্বার, সাধারণ সদস্য ও স্টাফদের নিয়ে ৬৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন করা হয়।
বিবিএস এর সাধারণ সম্পাদক রেভাঃ লিটন ম্রং-এর প্রার্থনার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। এরপর অতিথিদের আসন গ্রহণ, অভ্যর্থনা, কেক কাটা ও আপ্যায়ন এর আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ভিডিও ক্লিপের মাধ্যমে বিবিএসর ইতিহাস তুলে ধরা হয়।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জিএস সেক্রেটারী গ্রেস এম. দেওয়ান ও সভাপতিত্ব করেন বিবিএস এর সভাপতি রেভাঃ ফিলিপ পি অধিকারী।বক্তা হিসাবে উপস্থিত ছিলেন প্রেসবেটেরিয়ান চার্চের প্রেসিডেন্ট রেভা: কিয়ং ইয়ব লী।
শুভেচ্ছা বানী প্রদান করেন এনসিএফবির জেনারেল সেক্রেটারী রেভাঃ মার্থা দাস, বোর্ড মেম্বার এ্যানী বনিতা বাউল পাস্টর টার্জেন রিছিল জিবিসি, বাংলাদেশ প্রেসবেটেরিয়ান চার্চের চেয়ারম্যান রেভাঃ তরুন চাম্বুগং, চার্চ অপ বাংলাদেশের রেভাঃ সলোমন কিস্কু প্রমুখ।
সোসাইটির সভাপতি রেভাঃ ফিলিপ পি. অধিকারী অনুষ্ঠানে উপস্থিত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
ডিসিনিউজ/আরবি.এনপিসি. ১৬ ফেব্রুয়ারি ২০১৯