ঢাকা ,
বার : বুধবার
তারিখ : ২৫ ডিসেম্বর ২০২৪
বাংলা : ১০ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ বাইবেল সোসাইটিতে প্রাক-বড়দিন পুনর্মিলনী উদযাপন

বাইবেল সোসাইটিতে প্রাক-বড়দিন পুনর্মিলনী উদযাপন

0
410

নীলাপদ চাকমা || ঢাকা

বাংলাদেশ বাইবেল সোসাইটি আনন্দময় ও ধর্মীয় ভাবগম্ভীর্য পরিবেশে শনিবার ফ্যামিলি প্রাক-বড়দিন পুনর্মিলনী উদযাপন করেছে ঢাকায় মগবাজারের নিজস্ব অফিসে ।
সকাল ৮টা-১১ টায় নানা কর্মসূচি পালিত হয়। কর্মসূচির মধ্যে ছিল আগমন ও চা পর্ব, ছোটদের খেলাধূলা, পরিবারগতভাবে সঙ্গীত প্রতিযোগিতা, বাইবেল পাঠ প্রতিযোগিতা ইত্যাদি। এরপর প্রত্যেক প্রতিযোগীদের মধ্যে ১ম, ২য় ও ৩য় পুরস্কার বিতরণ করা হয় এবং প্রত্যেক পরিবারকে এক একটি করে বাৎসরিক পুরস্কারের বান্ডিল তুলে দেওয়া হয়।
বেলা ১১টায় অতিথিদের আসন গ্রহন ও অভ্যর্থনা, সান্তাক্লজ এর আগমন ও কেক কাটা হয়। শিশু ও মা’দের পক্ষে শুভেচ্ছা বাণী প্রদান করেন মিসেস-শুভা জয়ধর, স্টাফ ও অতিথিদের পক্ষে শুভেচ্ছা বাণী প্রদান করেন যিহিস্কেল বিশ্বাস। এরপর ফিরে দেখা-এক বছরের কর্মকান্ড পর্দায় ভিডিও প্রদর্শন করেন সোসাইটির আইটি ম্যানেজার তপন সরকার।
বক্তা হিসাবে বড়দিনের বার্তা প্রদান করেন সিসিটিবি কলেজের প্রিন্সিপাল ডিকন ওয়াইলেশ রাংসা। তিনি পবিত্র বাইবেলের গালাতীয় পুস্তকের ৪ অধ্যায়ের ৪ পদ-“কাল সম্পূর্ণ হইলে ঈশ্বর আপনার নিকট হইতে আপন পুত্রকে প্রেরণ করিলেন; তিনি স্ত্রীজাত, ব্যবস্থার অধীনে জাত হইলেন”-এই বাক্যটি উপস্থিত সকলের নিকট তুলে ধরেন।
ছোটদের বড়দান, ঘট সংগ্রহ ও প্রদান, উপহার ও পুরস্কার বিতরণ করেন বিবিএস এর মার্কেটিং ম্যানেজার জেমস বিশ্বাস।
সমাপনী বক্তব্য, শেষ প্রার্থনা ও আশীর্বচন প্রদান করেন বোর্ডের সদস্য রেভাঃ এলভিন পি ভক্ত। এরপর বিকাল ১-৩টায় প্রীতিভোজে অংশগ্রহনের মধ্যদিয়ে অনুষ্ঠান সমাপ্ত করা হয়।