শিরোনাম :
বাউলশিল্পী সুবাসের নিখোঁজ হওয়ায় বিক্ষোভ-মানববন্ধন বাউল সমাজের
নিজস্ব প্রতিবেদক ।। ডিসিনিউজ
নাটোরের বড়াইগ্রামের বাউলশিল্পী সুবাস রোজারিও নিখোঁজ হওয়ার প্রতিবাদে বাউল সমাজ ও বিভিন্ন সংগঠন জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সভা করে।
২ অক্টোবর, সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবে বাউল সমাজের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে লালন রিসার্চ ইনস্টিটিউশনের ড. আবু ইসাহাক হোসেন, শফি বাউল, শিল্পকলা একাডেমির কুমার সরকার, পাক্ষিক লালন পত্রিকার সম্পাদক মাহবুব রুবেল, বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের মিরপুর শাখার সাধারণ সম্পাদক এন্ড্রু শিকদার, মাজিস বাংলা সংগঠনের সদস্যবৃন্দ, বোর্ণী খ্রিস্টান ছাত্র সংগঠনের সদস্যবৃন্দ, সুবাস বাউলের ছোট ভাই বিকাশ রোজারিও, বড়াইগ্রামবাসীসহ আরো অনেকে বাউলশিল্পী সুবাসের সন্ধান চেয়ে প্রতিবাদ জানান।
লালন গবেষক এবং লালন রিসার্চ ইনস্টিটিউশনের প্রতিষ্ঠাতা সভাপতি ড. আবু ইসাহাক হোসেন বলেন, ‘বাউলেরা মানবতার কথা বলেন, বাউলেরা কখনো কারো কাছে কিছু চায় না। বাউল কষ্টে থাকলেও মানবতার বাণী প্রচার করে যায়। বাংলাদেশের সরকার মৌল্যবাদীদের নির্মূল করছে কিন্ত নয় দিন পরেও সুবাস বাউলকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এটা লজ্জাজনক বিষয়।’
প্রধানমন্ত্রীকে মানবতার মা হিসেবে আখ্যায়িত করে ড. ইসাহাক বলেন, ‘আপনি মানবতার মা, মানবতার সাধক বাউল সুবাস রোজারিওকে ফিরিয়ে দিয়ে আমাদের লালনের ১২৯তম তিরোধান দিবস পালন করতে সাহায্যে করবেন।’
বাউলশিল্পী সুবাস রোজারিও’র ভাই বিকাশ রোজারিও কান্নাজড়িত কন্ঠে বলেন, ‘আমাদের পুরো পরিবার ভাই সুবাস রোজারিওকে হারিয়ে মর্মাহত। আমার মা বৃদ্ধ বয়সে সন্তান হারানোর শোক সইতে পারছেন না। থানায়ও আমরা হয়রানির শিকার হয়েছি। তাই প্রধানমন্ত্রীর নিকট আকুল আবেদন ‘আইন-শৃঙ্খলা বাহিনীর দ্বারা আমার ভাইকে খুঁজে আমাদের পরিবারে ফিরিয়ে দিন।’
এছাড়াও আরো অনেক বাউল শিল্পীরা এই মানববন্ধনে বজ্র কন্ঠে প্রতিবাদ জানায়।
ভেরোনিকা রোজারিওর হত্যাকান্ডের ঘটনায় বিসিএ’র নিন্দা-প্রতিবাদ
































































