শিরোনাম :
বাউল শিল্পী সুবাস রোজারিও নিখোঁজ
ডিসি নিউজ:
খ্রিষ্টান সম্প্রদায়ের সুপরিচিত বাউল শিল্পী সুবাস রোজারিও দুই দিন ধরে নিখোঁজ। তাঁর পরিবারের সদস্যরা তাঁকে খোঁজে পাচ্ছেন না।
বাউল শিল্পী সুবাস রোজারিওকে অনেকে খ্যাপা বাউল বলে ডাকেন। তিনি নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার বোর্নী ধর্মপল্লীর অধীন চামটা গ্রামের লুকাস রোজারিও (পচু) এবং পলিনা রোজারিওর ৬ষ্ঠ সন্তান।
তাঁর ভাই লুইস রোজারিও ডিসি নিউজকে জানান, সুবাস তাঁর জাতীয় পরিচয়পত্র সংশোধনের জন্য ২৪ সেপ্টেম্বর তাঁর নিজ গ্রাম চামটা যান। কাজ শেষে তিনি ওইদিনই রাতে পাবনার চাটমোহর থেকে গাজীপুর ফেরার কথা ছিল। কিন্তু গতকাল দুপুর পর্যন্ত গাজীপুরের বাসায় না ফিরলে তাঁর স্বজনরা তাঁর মোবাইলে ফোন দেন। এরপর একজন অপরিচিত ব্যক্তি সেই ফোন রিসিভ করেন। অপরিচিত ব্যক্তি নিজেকে চাটমোহর রেল স্টেশনের দোকানদার পরিচয় দিয়ে বলেন, ‘এই মোবাইলসহ একটি ব্যাগ আমার নিকট রেখে গেছেন একজন ব্যক্তি। তিনি সেটা আর ফেরত নেননি।’
এদিকে দুইদিন পার হওয়ার পরও সুবাসের সন্ধান না যাওয়ায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন তাঁর স্বজনরা। তাঁর ভাই লুইস তাঁর কর্মস্থল চট্টগ্রাম থেকে বড়াইগ্রাম গেছেন এবং থানায় সাধারণ ডায়েরি করেছেন।
তিনি সকলের নিকট প্রার্থনার অনুরোধ করেছেন- তার ভাই যেন নিরাপদে থাকেন এবং তাঁকে দ্রুত খোঁজে পাওয়া যায়।
প্রাক্তন সেমিনারীয়ান সুবাস রোজারিও খ্রিষ্টান সমাজ থেকে প্রথম ব্যক্তি যাকে বাউল জীবন গ্রহণ করতে দেখা যায়। তিনি বিভিন্ন টিভি, স্টেজ প্রোগ্রামে বাউল সংগীত পরিবেশন করে থাকেন। তাঁর গানের কারণে তিনি অনেকের হৃদয়-মন জয় করেছেন। এ ছাড়া গান শেখানো তাঁর পেশা।