শিরোনাম :
বানিয়ারচর হত্যাকান্ডের ২৪তম বার্ষিকী, বিচার হয়নি আজো: বিসিএ’র বিচারের দাবি
বানিয়ারচর হত্যাকান্ডের ২৪তম বার্ষিকীতে বিচারের দাবি জানিয়েছে বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন (বিসিএ)।
বিসিএ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই দাবি জানায়। এসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও ও সেক্রেটারি জেনারেল হেমন্ত আই কোড়াইয়া এক যুক্ত বিবৃতিতে বানিয়ারচর হত্যাকান্ডের বিচার দাবি করে বলেন, ‘৩ জুন, বানিয়ারচর হত্যাকান্ডের ২৪তম বার্ষিকী। ২০০১ খ্রিষ্টাব্দে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানাধীন বানিয়ারচর কাথলিক চার্চে রবিবাসরীয় খ্রিষ্টযাগ (প্রার্থনা) চলাকালে এক জঘন্য বোমা হামলায় ১০ জন নিরীহ খ্রিষ্টভক্ত নিহত হয়েছিলেন। এ হত্যাকান্ডের পরিপূর্ণ তদন্ত ও বিচার আজো হয়নি। অন্যদিকে ২০১৬ খ্রিষ্টাব্দের ৫ জুন নাটোর জেলার বনপাড়ায় কাথলিক চার্চের খ্রিষ্টভক্ত মুদি ব্যবসায়ী সুনীল গমেজকে নৃসংশভাবে হত্যা করা হয়েছিল। এ ঘটনারও পরিপূর্ণ তদন্ত ও বিচারও হয়নি। এই দু’টি জঘন্য হত্যাকান্ডের যথাযথ তদন্তপূর্বক দোষীদের গ্রেফতার করে বিচারের আওতায় আনার জোর দাবি জানাই।’
তারা বলেন, ‘আশা করি বর্তমান সরকার দ্রুত ব্যবস্থা নিবেন ওই জঘন্যতম হত্যাকারীদের বিরুদ্ধে। আমরা এই হত্যাকান্ডের তদন্ত সাপেক্ষ দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
































































