ঢাকা ,
বার : মঙ্গলবার
তারিখ : ০৭ জানুয়ারী ২০২৫
বাংলা : ২৩ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ বানিয়ারচর ও বনপাড়া সুনীল হত্যাকান্ডের প্রতিবাদে বিসিএ’র মানববন্ধন ও আলোর মিছিল কর্মসূচি

বানিয়ারচর ও বনপাড়া সুনীল হত্যাকান্ডের প্রতিবাদে বিসিএ’র মানববন্ধন ও আলোর মিছিল কর্মসূচি

0
435

আঠারো বছর পরও বানিয়ারচর বোমা হামলা এবং তিন বছর পূর্বে সুনীল হত্যার বিচারের দাবিতে বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের (বিসিএ) নেতৃত্বে ঢাকার ফার্মগেট তেজগাঁও চার্চের সামনে মানববন্ধন করেছে খ্রিষ্টান সম্প্রদায়। এ সময় চার্চ প্রাঙ্গন থেকে তেজগাঁও রেলক্রসিং সংলগ্ন ঢাকা ক্রেডিটের প্রধান কার্যালয় পর্যন্ত এক প্রতিবাদ আলোর মিছিল করেন মানববন্ধনকারীগণ।

বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও’র সভাপতিত্বে ২ জুন সন্ধ্যা সাড়ে ৭টায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বানিয়ারচরের জঘণ্য ও বর্বরোচিত এ হত্যাকান্ডের প্রতিবাদ এবং নিন্দা জানিয়ে এর সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

সন্ত্রাস ও জঙ্গীবাদ মোকাবেলায় সরকারকে আরও কঠোর ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়ে জনগণকে সন্ত্রাস, জঙ্গীবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন বক্তারা।

ভারত, সিরিয়াসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে খ্রিষ্টানদের ওপর অত্যাচার ও নির্যাতনের প্রতিবাদ এবং নিন্দা জানিয়েছেন মানবন্ধকারীরা।

তারা বলেন, ‘২০০১ সালের ৩ জুন বানিয়ারচর কাথলিক চার্চে বোমা হামলার চার্জশীট এখনও পর্যন্ত দেয়া হয়নি। কেন দেওয়া হয়নি এবং অদৃশ্য কোনো সমস্যার কারণে এখনো ব্যবস্থাগ্রহণ করা হয়নি এই প্রশ্নও তোলেন সমাবেশকারীরা।

তারা অবিলম্বে চার্জশীট দাখিলপূর্বক এর বিচার কার্য সম্পাদনের জোর দাবি জানান।

এ ছাড়াও নিউজিল্যান্ডের মসজিদের ও শ্রীলঙ্কার গির্জায় সন্ত্রাসী হামলারও নিন্দা জানান মানববন্ধনকারীগণ।

মানবন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ এসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও, মহাসচিব হেমন্ত আই কোড়াইয়া, ঢাকা ক্রেডিটের সেক্রেটারি পংকজ গিলবার্ট কস্তা, ফাদার কমল কোড়াইয়া প্রমুখ।

এ সময় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন এসোসিয়েশনের যুগ্ম-মহাসচিব জেমস সুব্রত হাজরা, এসোসিয়েশনের মোকসেদপুর থানা শাখার সভাপতি প্রিন্সিপাল দানিয়েল সিকদার, এসোসিয়েশনের লক্ষ্মীবাজার শাখার সভাপতি ভিক্টর রে, এসোসিয়েশনের মিরপুর শাখার সাধারণ সম্পাদক এন্ড্রু সিকদার, এসোসিয়েশনের বনানী শাখার আহ্বায়ক সেবাষ্টিন বাড়ৈসহ ঢাকা ক্রেডিটের কর্মকর্তা, প্যারিস কাউন্সিলের সদস্য, বিসিএসএম’র সদস্য ও খ্রিষ্টভক্তরা।

উল্লেখ্য, ২০০১ খ্রিষ্টাব্দের ৩ জুন গোপালগঞ্জ জেলার মোকসেদপুর থানাধীন বানিয়ারচর কাথলিক চার্চে এক জঘন্য বোমা হামলায় ১০ জন খ্রিষ্টভক্ত নিহত ও ২৬ জন আহত হয়েছিলেন। অপরদিকে ২০১৬ খ্রিষ্টাব্দের ৫ জুন নাটোর জেলার বনপাড়ায় সন্ত্রাসী-জঙ্গীরা নিরীহ মুদি ব্যবসায়ী সুনীল গমেজকে নির্মমভাবে হত্যা করেছিল।