শিরোনাম :
বান্দরবানের আলীকদমে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত
ম্যাগডেলিন ডি’সিলভা ।। চট্টগ্রাম
‘অভিগম্য আগামীর পথে’ মূলসুর নিয়ে ৫ ডিসেম্বর আলীকদমে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালন করা হয়।
আলীকদম উপজেলা প্রশাসন আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নেয় কারিতাসসহ অন্যান্য এনজিও এবং প্রায় ৩০০ প্রতিবন্ধী ভাইবোন।
সকাল ১০টায় শোভাযাত্রা করে আলীকদম উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কারিতাসের মাঠ কর্মকর্তা শারীরিক প্রতিবন্ধী সামশুল হকের সঞ্চালনা এবং ইউএনওর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কালাম। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কফিল উদ্দিন, আলীকদম থানার অফিসার্স ইনচার্জ এর প্রতিনিধি সাব ইন্সপেক্টর (এসআই) শাখাওয়াত হোসেন।
বক্তাগণ এবং প্রতিবন্দ্বীগণ বলেন, ‘আলীকদম উপজেলায় প্রায় ১৪শ প্রতিবন্ধী রয়েছে, তার মধ্যে মাত্র ৩৬০ জন ৭৫০ টাকা করে ভাতা পায়, যা অপ্রতুল। তারা প্রতিবন্ধীদের উপযোগী প্রশিক্ষণের ব্যবস্থা করার অনুরোধ করেন।
উল্লেখ্য, শারীরিক প্রতিবন্ধী সামশুল হক কারিতাসের একজন নিবেদিতপ্রাণ কর্মী। কাজ করেন অন্য সকলের মত। ৩রা ডিসেম্বর নিজ উদোগে নয়শত টাকা দিয়ে সুজিত বড়ুয়া নামে আর একজন প্রতিবন্ধীকে একটি ক্র্যাচ উপহার দেন, যা ত্যাগ ও ভালবাসার একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে এলাকাবাসিরা।