শিরোনাম :
বান্দরবানে খ্রিষ্টানদের জমি দখলের অভিযোগে বৌদ্ধ ধর্মগুরুর বিরুদ্ধে মানববন্ধন
ম্যাগডেলিন ডি’সিলভা ।। চট্টগ্রাম
বান্দরবানে বৌদ্ধ ধর্মগুরু বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগে মানব বন্ধন করেছেন জমি হারানো ভূক্তভোগীরা।
বান্দরবানের বৌদ্ধ ধর্মগুরু উপঞাঞা জোত মহাথের ওরফে উ চা হ্লা ভান্তের বিরুদ্ধে কাথলিক গির্জা, খ্রিষ্টভক্ত ও অন্যান্যদের জমি দখলের অভিযোগ উঠেছে। একই সাথে অভিযোগ করেছেন মুসলিম, হিন্দু ও আদিবাসী বৌদ্ধরাও। তারা জানান, শ্রদ্ধেয় উপঞা ঞা জোত মহাথের ২৪জনের জমি অন্যায়ভাবে প্রভাব খাটিয়ে দখল করেছেন।
বান্দরবান প্রেসক্লাবের সামনে কাথলিক মিশনসহ ভুক্তভোগী ২৪জনের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে ভুক্তভোগীদের আত্মীয়-স্বজন ছাড়াও বড়ুয়া সমিতি এবং কাথলিক মিশনের সঙ্গে সম্পৃক্ত পাহাড়ি-বাঙালি শত শত নারী-পুরুষ অংশ নেয়।
এতে বক্তব্য রাখেন বান্দরবান পৌরসভার প্যানেল মেয়র ও জেলা বড়ুয়া কল্যাণ সমিতির সভাপতি দিলীপ বড়ুয়া, বান্দরবান ফাতিমা রাণী কাথলিক গির্জার ফাদার জেরোম ডি’রোজারিও, বান্দরবান বোমাং সার্কেলের হেডম্যান রাজপুত্র নংমংপ্রু মারমা, পার্বত্য জেলা পরিষদের সদস্য ফিলিপস ত্রিপুরা, বাঙালি পরিষদের নেতা মোহাম্মদ নূর আলম প্রমুখ।
বান্দরবান ফাতিমা রাণী কাথলিক গির্জার ফাদার জেরোম ডি’রোজারিও বলেন, ‘আমরা ভূক্তভোগীরা আমাদের বৈধ জমি ফেরত চাই। সকল ভূক্তভোগীর কাছে জমির বৈধ কাগজপত্র আছে। তাই আমরা চাই শান্তিপূর্ণভাবে বিষয়টির সমাধান হোক। মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্যই আমরা একত্রিত হয়েছি’।
উল্লখ্য, এর আগে বান্দরবানের কাথলিক মিশনসহ সাধারণ জনগণের প্রায় ১০০ একর জমি অবৈধভাবে দখলের অভিযোগে গত ১২জুন সকাল ১১টায় বান্দরবান প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করেছিলেন ভুক্তভোগীরা। সাংবাদিক সম্মেলনে স্হানীয় সাংবাদিকগণসহ প্রায় ৬৫জন উপস্থিত ছিলেন।
আরবি/এমডিএস/ ৩ আগস্ট ২০১৯
লক্ষীপুরে ওয়াইসিএস এনিমেটর ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
বান্দরবানে খ্রিষ্টানদের জমি দখলের অভিযোগে বৌদ্ধ ধর্মগুরুর বিরুদ্ধে মানববন্ধন
মার্কিন রাষ্ট্রদূতের বানিয়ারচর কাথলিক গির্জা পরিদর্শন
হাউজিং সোসাইটির কর্মকান্ডে সন্তুষ্ট সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য