ঢাকা ,
বার : রবিবার
তারিখ : ২২ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৮ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ বান্দরবানে ৩২ জোড়া দম্পত্তির রজত ও সুবর্ণ জয়ন্তীর জুবিলি পালন

বান্দরবানে ৩২ জোড়া দম্পত্তির রজত ও সুবর্ণ জয়ন্তীর জুবিলি পালন

0
583

বান্দরবানে পালন করা হলো ৩২ জোড়া দম্পত্তির রজত ও সুবর্ণ জয়ন্তীর জুবিলি।

১৮ মে, শক্রবার ফাতিমা রাণী গির্জায় এ সকল দম্পতির বিবাহের ২৫ (রজত) ও ৫০ (সুবর্ণ) বছরের জুবিলী অনুষ্ঠিত হয়। এ সময় ২৫ ও ৫০ বছরের বৈবাহিক জীবনের নবায়ন করা হয়।

এ অনুষ্ঠানে উৎসব ও আনন্দমুখর পরিবেশে বিবাহিত জীবনের নানা অভিজ্ঞতার কথা তুলে ধরেন দম্পত্তিরা।

প্রথমবারের মতো ত্রিপুরা সম্প্রদায়ের দম্পতিরা এ উৎসবে অংশ নিতে পেরে আনন্দ প্রকাশ করেন।

আরবি.আরপি. ১৯ মে, ২০১৮