ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ বারাকার প্রতিষ্ঠাতা পরিচালক ব্রাদার রোনান্ড সিএসসি’র প্রথম মৃত্যুবার্ষিকী আজ

বারাকার প্রতিষ্ঠাতা পরিচালক ব্রাদার রোনান্ড সিএসসি’র প্রথম মৃত্যুবার্ষিকী আজ

0
867

ডিসি নিউজ:
আজ বাংলাদেশের হলিক্রস ব্রাদারদের দ্বারা প্রতিষ্ঠিত মাদকাসক্ত পুর্নবাসন কেন্দ্র বারাকা’র (বাংলাদেশ রিহেবিলিটেসন এন্ড এসিটেন্স সেন্টার ফর এডিক্ট্স) প্রথম এবং প্রতিষ্ঠাকালীন পরিচালক ব্রাদার রোনাল্ড ড্রাহোজাল সিএসসি’র প্রথম মৃত্যু বার্ষিকী।
হাজারো মাদকাসক্ত ব্যক্তির জীবন ইতিবাচকভাবে পরিবর্তনকারী ব্রাদার রোনাল্ড বারাকা ও আপন প্রতিষ্ঠা করেন। মিশনারী হিসেবে তিনি প্রথম পুরান ঢাকার লক্ষ্মীবাজারের সেন্ট গ্রেগরী স্কুলের শিক্ষকতা প্রেরণকাজ শুরু করেন।
বাংলাদেশে মানব সেবায় বিশেষ অবদান রাখার জন্য জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন সম্মানে ভূষিত হয়েছেন। এছাড়া ব্রাদার রোনাল্ড নাগরিকত্ব, ‘হিরো অব বাংলাদেশ’ মেডেলও পেয়েছেন।
ব্রাদার রোনাল্ড ১৯৩৭ সালের ১৪ নভেম্বর আমেরিকার আইওয়া অঙ্গরাজ্যের সিডার রেপিডস নামক শহরে জন্মগ্রহণ করেন। ১৯৫৬ সালে পবিত্র ক্রুশ ব্রাদার সংঘে যোগদান করেন। ১৯৫৮ সালে প্রথম ব্রত গ্রহণের মধ্যদিয়ে ঈশ^রের কাছে নিজেকে সমপর্ণ করেন। ১৯৬১ সালে আমেরিকার অস্টিন, টেক্সাসের সেন্ট এডুয়ার্ডস বিশ^বিদ্যালয় থেকে গ্রাজুয়েশন সম্পন্না করে ১৯৬২ সালে আর্তমানবর্তার সেবার জন্য বাংলাদেশে (তৎকালীন পূর্ব পাকিস্তান) আসেন।
ব্রাদার বাংলাদেশে এসে বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষকতার পাশাপশি ভবিষ্যৎ ফাদার-ব্রাদার প্রার্থীদের গঠনগৃহে গঠনদানের দায়িত্ব পালন করেন। তার মধ্যে বাংলাদেশের সেন্ট গ্রেগরী হাইস্কুল (লক্ষ্মীবাজার), সেন্ট নিকোলাস হাই স্কুল (নাগরী), হলিক্রস জুনিওরেট (নাগরী), তৎকালীন জাতীয় ইন্টারমিডিয়েট সেমিনারী (রমনা), হলিক্রস নভিশিয়েট (বরিশাল) ইত্যাদি জায়গায় সেবাদান করেন।
১৯৮৮ সালে বাংলাদেশ হলিক্রস ব্রাদার, সিস্টার, ফাদার এবং ঢাকা ধর্মপ্রদেশীয় ফাদার ও সাধারণ খ্রিষ্টভক্তদের সমন্বিত একটি দল মাদকাসক্তদের চিকিৎসা সহায়তা ও পুনরর্বাসন কেন্দ্র ‘বারাকা’ প্রতিষ্ঠত হয়।
১৯৯৪ সালে ব্রাদার রোনাল্ড নিজ উদ্যোগে একই ধরনের আরেকটি মাদকাসক্তি, পুনরর্বাসন কেন্দ্র ‘আপন’ প্রতিষ্ঠা করেন মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর উপজেলায়। বন্ধু-বান্ধব ও উপকারী বন্ধুদের আর্থিক সহায়তা পাওয়ায় সেখানে আরো কিছু জমি ক্রয় করে নারী-পুরুষ ও পথ শিশুদের চিকিৎসা এবং পুনর্বাসনের অবকাঠানো নির্মাণ করেন। বর্তমানে জায়গাটি ‘আপন’র নাম অনুসারে আপনগাঁও নামে পরিচিতি লাভ করেছে। প্রতিষ্ঠানটির শুরু থেকে মৃত্যু অবধি পরিচালনার দায়িত্ব পালন করেগেছেন।
ব্রাদার রোনাল্ড সিএসসি ২০১৮ সালের ১৫ অক্টোবর মরার যান। পবিত্র ক্রুশ সংঘের ব্রাদারগণ এইদিনটি শ্রদ্ধার সাথে স্মরণ থাকে।