শিরোনাম :
বাসস্থান সমস্যা সমাধানকারী হাউজিং সোসাইটির রুবী জুবিলি পালন
ডিসি নিউজ:
আজ দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লি:- (হাউজিং সোসাইটির) এর ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী বা রুবী জুবিলি উদযাপন করা হয়েছে রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায়। অনুষ্ঠানে হাউজিং সোসাইটির প্রায় সাত হাজার সদস্য-সদস্যা উপস্থিত ছিলেন।
হাউজিং সোসাইটির চেয়ারম্যান আগষ্টিন পিউরীফিকেশনের সভাপতিত্বে অবসরপ্রাপ্ত বিশপ থিয়োটনিয়াস গমেজ সিএসসি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
হাউজিং সোসাইটির চেয়ারম্যান আগষ্টিন পিউরীফিকেশন শুভেচ্ছা বক্তব্যে সদস্য ও আমন্ত্রিত অতিথিদের উদ্দেশে বলেন, ‘আজ কৃতজ্ঞ চিত্তে স্মরণ করি সোসাইটির প্রতিষ্ঠাতা সদস্যদের। তাঁদের ত্যাগ ও নিরলস পরিশ্রমের বিনিময়ে আজকে হাউজিং সোসাইটির লি: এতো বড় আকার ধারণ করেছে।’
তিনি আরো বলেন, ‘বর্তমান ও বিগত বোর্ডের কর্মকর্তা এবং সদস্যদের আস্থা এবং বিশ্বাসের কারণেই সম্ভব হয়েছে গৃহ সমস্যা সমাধান করে সামাজিক ও মান্ডলীক কাজে অংশ গ্রহণ করার। অনেক চড়াই-উৎরাই এবং বন্ধুর পথ পাড়ি দিয়ে হাউজিং সোসাইটির ফল ভোগ করছেন সদস্যরা।’
তিনি বলেন, আজ থেকে ৪০ বছর আগে ২৭ জন সদস্য-সদস্যা মিলে এই যে সোসাইটি শুরু করেন তাঁদের নিকট আজ আমরা ঋণী। তাঁদের ক্ষুদ্র ক্ষুদ্র ত্যাগ ও ভালোবাসার ফসল আজকের এই ১৩শ কোটি টাকার হাউজিং সোসাইটি। এই প্রতিষ্ঠানটি আবাসিক সমস্যা সমাধান করে যাচ্ছে। রুবী জুবিলির এই মাহেন্দ্রক্ষণে আপনাদের অভিনন্দন, ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
প্রধান অতিথি অবসরপ্রাপ্ত বিশপ থিয়োটনিয়াস গমেজ সিএসসি কার্ডিনাল প্যাট্রিক ডি’রোজারিওর পক্ষে জুবিলির শুভেচ্ছা জানান। তিনি হাউজিং সোসাইটির প্রশংসা করে বলেন, ‘বাংলাদেশ সমবায় অঙ্গনে হাউজিং সোসাইটির অবস্থান অন্যতম। সামাজিক, মান্ডলীক উন্নয়নে সর্বদা সাহায্যে করে আসছে।’
প্রধান অতিথি হাউজিংএর চেয়ারম্যানের কাছে অনুরোধ রেখে বলেন, স্বল্প আয়ের খ্রিষ্টান মানুষ যেন হাউজিং এর কাছ থেকে প্লট বা বাড়ি বারাদ্দ নিয়ে জীবনের একটি ঠিকানা গড়তে পারেন।
বিশপ আশা রাখেন হাউজিং সোসাইটি বাংলাদেশ খ্রিষ্টান সমাজের মানুষের গৃহ সমাস্যা সমাধানে আরো বেশি এগিয়ে আসবে এবং দরিদ্র মানুষের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করে যাবে।
অনুষ্ঠানের বিশেষ অতিথি এবং ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজ বলেন, হাউজিং সোসাইটি বিগত চার দশক ধরে মানুষের মৌলিক অধিকারগুলোর মধ্যে বাসস্থানের ব্যবস্থা নিশ্চিত করে যাচ্ছে। এই প্রতিষ্ঠানটি বেশ কিছু প্রকল্প হাতে নিয়েছে। সেগুলো বাস্তবায়িত হলে অনেক মানুষের কর্মসংস্থান হবে।
‘হাউজিং সোসাইটি খ্রিষ্টান সমাজে আবাসনের চাহিদা মিটিয়ে অন্য কমিউনিটিতে প্লট এবং ফ্ল্যাট বরাদ্দ দিচ্ছে। বর্তমান চেয়ারম্যান এবং তাঁর বোর্ডের বলিষ্ঠ নেতৃত্বর কারণে হাউজিং সোসাইটি বিগত পাঁচ বছরে অনেক বড় সাফল্যে অর্জন করেছে।’ যোগ করে বলেন বাবু মার্কুজ গমেজ।
গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এবং গেস্ট অব অনার মেহের আফরোজ চুমকি বলেন, ‘হাউজিং সোসাইটি অনেক প্রতিবন্ধকতা পেরিয়ে আজ একটি সুন্দর অবস্থানে দাঁড়িয়েছে। আপনারা কখনো আপনাদের লক্ষ্য থেকে বিচ্যুতি হননি। সোসাইটির প্লট এবং ফ্ল্যাট শুধু খ্রিষ্টানরাই নয় অন্যান্য ধর্মের মানুষও সেখানে বরাদ্দ নেয়ার সুযোগ পাচ্ছে। সোসাইটির চেয়ারম্যান আগষ্টিন পিউরীফিকেশন যে আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন তা বাংলাদেশ ও জাতির জন্য গৌরবের।’
অনুষ্ঠানে উপস্থিত বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য অ্যাডভোকেট গ্লোরিয়া ঝর্ণা সরকার এমপি, সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক আমিনুল ইসলাম, বস্ত্র ও পাট মন্ত্রনালয়ের উপপরিচালক আছাদুজ্জামান, ঢাকা সমবায় কার্যালয়ের যুগ্ম-নিবন্ধক লুৎফর রহমান, বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও।
বিশেষ অতিথিগণ তাঁদের বক্তব্যে সমাজে গৃহ সমস্যা সমাধানের জন্য দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট হাউজিং সোসাইটির লি:’র ভূয়সী প্রশংসা করেন ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন হাউজিং সোসাইটির সেক্রেটারি বাপ্পী ইম্মানুয়েল মন্ডল। খ্রিষ্টান সমাজের মুক্তিযোদ্ধা, বিসিএস ক্যাডার এবং ১৬টি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য সম্মাননা প্রদান করা হয়।
১৯৭৭ সালে ১৪ এপ্রিল ঢাকা শহরে আবাসন সমস্যা দূরীকরণের উদ্দেশ্যে ২৭ জন সদস্য নিয়ে হাউজিং সোসাইটির যাত্রা শুরু হয়। বর্তমানে হাউজিং সোসাইটির লিমিটেড বিভিন্ন মেগা প্রকল্প নিয়ে এগিয়ে যাওয়ার পরিকল্পনা করছে। তার মধ্যে শপিংমল,আবাসিক হোটেল, সুপার ষ্টোর, ১ হাজার পরিবারের জন্য জমি বরাদ্দ, ২০২০ খ্রিষ্টাব্দের মধ্যে আরও ৩ হাজার পরিবারের জন্য জমির ব্যবস্থা, দেশের বাইরে সেবাকেন্দ্র খোলা (যুক্তরাষ্ট্র ও কানাডা), এটিএমবুথ চালু করা, কর্মসংস্থানের ব্যবস্থা করা, ইট ভাটা নির্মাণ, আধুনিক মানের শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন, রিসোর্ট ট্রেনিং সেন্টার চালু করা ও কমিউনিটি সেন্টার নির্মাণ প্রকল্প গ্রহণ করেছে।