শিরোনাম :
বাড়ি বাড়ি গিয়ে ধান কিনলেন জেলা প্রশাসক
কৃষকরা ন্যায্যমূল্যে যখন ধান বিক্রি করতে পারছেন না, সেই সময়ে এগিয়ে এলেন জেলা প্রশাসক নিজেই।
কার্ডধারী কৃষকদের বাড়ি বাড়ি গিয়ে বোরো ধান কিনেছেন সাতক্ষীরার জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল।
শহরের বাঁকাল এলাকার কৃষকদের বাড়ি গিয়ে সরকার নির্ধারিত মূল্যে ধান কেনেন তিনি।
এসময় তিনি বলেন, তালিকাভুক্ত যে সব কৃষক রয়েছেন তাদের কাছ থেকে সরকার নির্ধারীত মূল্যে অর্থৎ ১০৪০ টাকা মণ দরে ধান কেনা হবে। কৃষকদের বলা হয়েছে, তারা যেন পাইকারিদের কাছে ধান বিক্রি না করেন।
‘কৃষকদের সঙ্গে আলোচনা করে জেনেছি সরকার নির্ধরিত মূল্যে ধান কিনলে লাভবান হন। তাই বাঁকাল এলাকায় একটা ক্যাম্প করেছি। সেখানে এলাকার কৃষকেরা ধান দিচ্ছেন এবং সরকার নির্ধারিত মূল্যে সেগুলো কেনা হচ্ছে’ বলেন জেলা প্রশাসক।
তার সাথে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলার চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ চৌধুরীসহ আরো অনেকে॥
































































