ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৮ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট বিপুল-তন্দ্রার সমাধি, শ্রদ্ধা জানালেন সর্বস্তরের জনগণ (ভিডিও)

বিপুল-তন্দ্রার সমাধি, শ্রদ্ধা জানালেন সর্বস্তরের জনগণ (ভিডিও)

0
3645

ডিসিনিউজ ।। ঢাকা

তেজগাঁও ধর্মপল্লীতে অন্ত্যেষ্টিক্রিয়ার খ্রিষ্টযাগ শেষে সমাধিস্থ করা হলো সড়ক দুর্ঘনায় নিহত দম্পতি ঢাকা ক্রেডিটের নারী কর্মী ফ্লোরেন্স তন্দ্রা কস্তা ও তুইতাল ক্রেডিটের ভাইস-চেয়ারম্যান যোসেফ বিপুল গমেজকে।

১১ সেপ্টেম্বর সকাল ১১টায় ফাদার পংকজ রড্রিগস ও তেজগাঁওয়ের সহকারী ফাদার রিপন গমেজ নিহত দম্পতির শেষকৃত্যের খ্রিষ্টযাগ উৎসর্গ করেন।

খ্রিষ্টযাগে ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা, ভাইস-প্রেসিডেন্ট আলবার্ট আশিস বিশ্বাস, সেক্রেটারি হেমন্ত আই. কোড়াইয়া, ট্রেজারার পিটার রতন কোড়াইয়া, বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও, বিপুল-তন্দ্রার একমাত্র সন্তান অরণ্য গমেজ, ঢাকা ক্রেডিটের প্রধান নির্বাহী অফিসার লিটন টমাস রোজারিও, ঢাকা ক্রেডিটের কর্মকর্তাগণ, তুইতাল ক্রেডিটের চেয়ারম্যান ও প্রতিনিধি, ঢাকা ক্রেডিটের কর্মীবৃন্দ, বিপুল-তন্দ্রার আত্মীয়স্বজনসহ আরো অসংখ্য খ্রিষ্টভক্ত অংশ নেয়।

খ্রিষ্টযাগে তন্দ্রা-বিপুলের আত্মার জন্য মঙ্গল কামনা করা হয়। এ সময় তাদের রেখে যাওয়া সন্তান অরণ্যের জন্য বিশেষ প্রার্থনা করা হয়, যেন ঈশ্বর এই অবুঝ সন্তানকে আশীর্বাদ করেন।

ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট ও সেক্রেটারি গভীর শোক প্রকাশ করে তাদের বিদেহী আত্মার কল্যাণ কামনাসহ তাদের সন্তানের জন্য বিশেষ আশীর্বাদ যাঞ্চা করেন। ঢাকা ক্রেডিটের কর্মীদের পক্ষ থেকে শোক প্রকাশ করেন প্রধান নির্বাহী অফিসার। সেই সাথে পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি।

তন্দ্রা-বিপুলের সমাধিতে শ্রদ্ধা জানায় ঢাকা ক্রেডিট, বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন, তুইতাল মিশনবাসী, তুইতাল ক্রেডিট ইউনিয়ন, তুইতাল মিশন যুব সংগঠন, ঢাকা ক্রেডিট এমপ্লয়ীজ ওয়েলফেয়ারসহ বিভিন্ন সংগঠন ও সর্বস্তরের জনগণ।

৪ সেপ্টেম্বর এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এই দম্পতি নিহত হন। সন্ধ্যা পৌনে ৬টায় সিএনজিতে ঢাকা থেকে আঠারগ্রামের তুইতাল ফেরার পথে মাঝিরকান্দা এলাকায় এন মল্লিক পরিবহনের সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে নিহত হন ফ্লোরেন্স তন্দ্রার স্বামী বিপুলের। মারাত্মক আহত তন্দ্রাকে হাসপাতালে নেওয়ার সময় মারা যান।