ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ বিবাহ হলো ঘনিষ্ঠ প্রেমের বন্ধন: বিশপ শরৎ ফ্রান্সিস গমেজ

বিবাহ হলো ঘনিষ্ঠ প্রেমের বন্ধন: বিশপ শরৎ ফ্রান্সিস গমেজ

0
903

ডিসিনিউজ || ঢাকা

‘স্বামী-স্ত্রী পরস্পরকে আজীবন ভালোবাসবে। বিবাহ হলো ঘনিষ্ঠ প্রেমের বন্ধন। বিবাহের স্বাদ যেন নষ্ট না হয়,’ বলেন ঢাকার সহকারী বিশপ শরৎ ফ্রান্সিস গমেজ। তিনি আজ তেজগাঁও গির্জায় বিশ্ব বিবাহ দিবস উপলক্ষে বিশেষ খ্রিষ্টযাগে উপদেশে কথাগুলো দম্পতিদের উদ্দেশে বলেন।
‘ভালোবাসা আনন্দ, ভালোবাসা শান্তি, ভালোবাসা এক করে’ মুলসুরকে কেন্দ্র করে আজ উদযাপন করা হলো বিশ্ব বিবাহ দিবস। এ উপলক্ষে দম্পতিদের লাল গোলাপ ফুল প্রদান করে ওয়ার্ল্ড ওয়াইড ম্যারিজ এনকাউন্টার (এমই) বাংলাদেশ এর সদস্যরা। উৎসর্গ করা হয় বিশেষ খ্রিষ্টযাগ।
বিশপ শরৎ উপদেশ বাণীতে আরো বলেন, পরিবারে দম্পতিদের অন্যতম প্রধান কাজ সন্তানকে খ্রিষ্টীয় শিক্ষায় শিক্ষা দেওয়া। সন্তানকে ধর্ম শিক্ষা ও বাইবেল শিক্ষা দিতে হবে। দাম্পত্য জীবনে ঈশ্বরের ভালোবাসা গভীরভাবে উপলব্ধী করতে হবে। পরিবারের সদস্যরা মিলে উপাসনায় অংশগ্রহণ করতে হবে। তিনি শরৎ দাম্পত্য জীবনে বিশ্বস্ত থেকে পবিত্র ও সুখি বিবাহিত জীবন উপভোগ করার আহ্বানা জানান।


ওয়ার্ল্ড ওয়াইড ম্যারিজ এনকাউন্টার (এমই) বাংলাদেশ এর ন্যাশনাল এক্লেজিয়াল টিমের সদস্য রবি আলেকজান্ডার দরেছ ডিসিনিউজকে বলেন, ‘আমরা আজ ৫০০টি লাল গোলাপ দম্পতিদের প্রদান করেছি। আজ আমরা পৃথিবীর সকল দম্পতিদের জন্য প্রার্থনা করেছি, তারা যেন সুখি দাম্পত্য জীবন অতিবাহিত করতে পারে।’
রবি আলেকজান্ডার দরেছ দম্পতিদের উদ্দেশে বলেন, দম্পতিদের মধ্যে যেন বিচ্ছেদ না হয়। যদি আমরা বিবাহে বিচ্ছেদ করি, তবে আমরা ঈশ্বরকে মারিয়ে যাই। ঈশ্বরকে পরিহার করি। আমরা বিবাহের শপথ ভাঙ্গার দুঃসাহস দেখাই।
তিনি জানান, ওয়ার্ল্ড ওয়াইড ম্যারিজ এনকাউন্টার হচ্ছে একটি আন্দোলন। এটির কাজ হচ্ছে বিবাহের বন্ধন যেন চিরস্থায়ী থাকে সেটার জন্য কাজ করা। ভালোবাসাময় সম্পর্কের মধ্য দিয়ে আমরা যেন সুন্দর গৃহমন্ডলী গড়ে তুলতে পারি এবং বৃহত্তর মন্ডলীকে আমরা সাহায্য করতে পারি।
প্রসঙ্গত, ওয়ার্ল্ড ওয়াইড ম্যারিজ এনকাউন্টার বিবাহ সাক্ষাৎ সপ্তাহান্ত আয়োজন করে থাকে। সপ্তাহান্তের মধ্য দিয়ে দম্পতিরা তাদের সম্পর্কের ভীত মজবুত করতে পারে।