ঢাকা ,
বার : মঙ্গলবার
তারিখ : ২৪ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ বিলুপ্তপ্রায় বাঘ উদ্ধার!

বিলুপ্তপ্রায় বাঘ উদ্ধার!

0
263

সিলেট-তামাবিল মহাসড়কের সারীঘাট পেট্রোল পাম্প এলাকা থেকে গুরুতর আহত অবস্থায় একটি বিলুপ্তপ্রায় মেছোবাঘ উদ্ধার করা হয়েছে। জৈন্তাপুর থানার পুলিশ সদস্যরা মেছো বাঘটি উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করেছেন।

জানা গেছে,সিলেট-তামাবিল মহাসড়কের সারীঘাট পেট্রোল পাম্প সংলগ্ন উত্তর পাশ্বের সেতুর কাছে গুরুতর আহতাবস্থায় একটি মেছো বাঘ পড়ে থাকতে দেখেন পথচারীরা৷ তারা তাৎক্ষণিক মেছো বাঘটিকে ধরে জৈন্তাপুর মডেল থানায় খবর দেন। খবর পেয়ে এ.এস.আই তাজুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশকে ঘটনাস্থলে পাঠান থানার অফিসার ইনচার্জ (ওসি) খান মো. ময়নুল জাকির। পরে পুলিশ সদস্যরা সেখানে এসে মেছো বাঘটিকে উদ্ধার করে জৈন্তাপুর মডেল থানায় নিয়ে আসে৷

এরপর থানা থেকে বন বিভাগকে খবর দেয়া হয়। খবর পেয়ে সিলেটের সারী রেঞ্জের সদস্যরা থানায় আসলে মেছো বাঘটি তাদের কাছে হস্তান্তর করে পুলিশ৷ বনবিভাগ থেকে জানানো হয়েছে তারা মেছো বাঘটির চিকিৎসার ব্যবস্থা করেছেন।

এ বিষয়ে জৈন্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খান মো. মইনুল জাকির বলেন, বাঘ আটকের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ফোর্স পাঠাই, পাশাপাশি বন বিভাগকে খবর দেই৷ বন বিভাগের লোকজন থানায় আসলে মেছো বাঘটি তাদের কাছে হস্তান্তর করেছি৷ তবে বাঘটি গুরুতর আহত। ধারণা করা হচ্ছে সড়ক পারাপারের সময় কোনো গাড়ির চাপায় বাঘটি আহত হয়েছে৷