ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ১৩ জানুয়ারী ২০২৫
বাংলা : ৩০ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ বিশপ বিডি মন্ডল আর নেই!

বিশপ বিডি মন্ডল আর নেই!

0
382
ছবি: ভেরিতাস বাংলা

চার্চ অব বাংলাদেশের অবসরপ্রাপ্ত বিশপ বার্নাবা দ্বিজেন মন্ডল ২৯ জুন বিকাল সাড়ে পাঁচটায় চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় একটি হাসপাতালে মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর।

রোববার মিরপুর চার্চ অব বাংলাদেশের গির্জায় সকাল ৯টায় এবং সদরঘাটের গির্জায় সকাল সাড়ে ১১টায় বিশপ বার্নাবা দ্বি‌জেন মন্ডলের অন্ত্যেষ্টিক্রিয়া শেষে নারিন্দায় বিশপের বাবা-মায়ের কবরের পাশে তাঁর মরদেহ সমাধিস্থ করা হবে।

বিশপ বার্নাবা দ্বিজেন মন্ডল মূলত বিশপ বিডি মন্ডল নামেই বেশি পরিচিত ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে কোলন ক্যান্সারে ভুগছিলেন।

বরিশালের হইচারমাঠ গ্রামে বিডি মন্ডলের জন্ম। পিতা যোহন মন্ডল এবং মাতা কমলা রাণী। বিশপ বিডি মন্ডল ছিলেন চার্চ অব বাংলাদেশের প্রথম বাঙালি বিশপ ও প্রথম মডারেটর।