ঢাকা ,
বার : রবিবার
তারিখ : ১২ জানুয়ারী ২০২৫
বাংলা : ২৮ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ বিশপ যোয়াকিম রোজারিও, সিএসসিকে স্মরণ

বিশপ যোয়াকিম রোজারিও, সিএসসিকে স্মরণ

0
443

ম্যাগডেলিন ডি’সিলভা || চট্টগ্রাম

১৯৯৬ সালের ৯জুন চট্টগ্রাম ধর্মপ্রদেশের প্রথম বাঙ্গালি বিশপ যোয়াকিম রোজারিও, সিএসসি সংসারের মায়া ত্যাগ করে পরম পিতার কোলে আশ্রয় নেন। ৯ জুন গভীর শ্রদ্ধাভরে খ্রিষ্টভক্তরা স্মরণ করছেন নম্র, বিনয়ী এবং দরিদ্রদের বন্ধু এবং উদার হৃদয়ের এ মেষপালককে।

 প্রয়াত বিশপ যোয়াকিম রোজারিওকে বলা হতো স্থানীয় খ্রিষ্টমন্ডলীর রূপকার, দেশীয় রীতি-কৃষ্টিতে উপাসনা , আন্তঃধর্মীয় (অন্য মন্ডলী এবং অখ্রীষ্টান) সংলাপ, মান্ডলিক কাজে খ্রিষ্টভক্তরাদের আরো বেশী অংশগ্রহণ, মিশ্র বিবাহ, দ্বিতীয় ভ্যাটিকান মহাসভার দলিল বাস্তবায়নের প্রথম রূপকার।

তিনি জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল স্তরের মানুষের সাথে মিশেছেন, সহভাগিতা করেছেন, তাদের অন্তর স্পর্শ করেছেন। যার ফলে দেখা গেছে, অন্যদের সাথে অনেক অখ্রিষ্টান চোখের জল ফেলতে ফেলতে বিশপ যোয়াকিমের কফিন বহন করেছেন। তাঁরা বলেছেন, আমরা একজন মানব দরদী বিশাল হৃদয়বান বন্ধুকে হারালাম। আমাদের অপূরণীয় ক্ষতি হ’ল।’ 

বিশপ যোয়াকিম রোজারিও-র স্মরণে চট্টগ্রামে প্রথমবারের মত সার্বজনীন নাগরিক শোক সভার আয়োজন করা হয়। সার্বজনীন নাগরিক শোক সভা-ই প্রমাণ করে বিশপ যোয়াকিম যে সত্যিই জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে আপন করে নিতে পেরেছিলেন।

ঐক্য-প্রচেষ্টা ও আন্তঃ ধর্মীয় সংলাপ কমিশনের দীর্ঘ ২১ বছর চেয়ারম্যান ছিলেন তিনি।

তিনি গেছেন আশ্রমে, মন্দিরে, মসজিদে; সংলাপ করেছেন মানুষের সাথে। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তিনি সকল স্তরের মানুষের  সাথে মিশেছেন,  সহভাগিতা করেছেন, তাদের অন্তর স্পর্শ করেছেন, ভালবেসেছেন সবাইকে।