ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ বিশিষ্ট কণ্ঠশিল্পী কমল রড্রিক্সের সম্মাননা লাভ

বিশিষ্ট কণ্ঠশিল্পী কমল রড্রিক্সের সম্মাননা লাভ

0
1372

কণ্ঠসঙ্গীতে সামগ্রিক অবদানের স্বীকৃতিস্বরূপ গাজীপুর জেলা শিল্পকলা একাডেমি কর্তৃক সম্মাননা পেলেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী, গীতিকার ও সুরকার যোসেফ কমল রড্রিক্স।

১৯ জুন, গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে গাজীপুর কাপাসিয়ার সংসদ সদস্য সিমিন হোসেন রিমি এমপি ও গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীরের হাত থেকে সম্মাননা মেডেল, সার্টিফিকেট এবং পুরস্কার গ্রহণ করেন তিনি।

দীর্ঘকাল ধরে কমল রড্রিক সঙ্গীত জগতে বিশেষ অবদান রেখে যাচ্ছেন। যোসেফ কমল রড্রিক্স বিটিভি ও বিভিন্ন চ্যানেলের একজন বিশিষ্ট নজরুল সংগীত শিল্পী। তিনি অসংখ্য গানও রচনা করেছে এবং সুর দিয়েছেন। বিভিন্ন টেলিভিশন চ্যানেল ও রেডিওতে তিনি নিয়মিত নজরুল সঙ্গীত পরিবেশন করে আসছেন।

তার কর্মজীবনও ছিল সঙ্গীতের আল্পনায় জড়ানো। তিনি বাংলাদেশ টেলিভিশনে সঙ্গীত পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। ত্রিশালের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে এক্সটারনাল এক্সামিনার হিসেবে কাজ করেছেন। তিনি বিভিন্ন টিভি চ্যানেলে ও স্কুল-কলেজের সঙ্গীত প্রতিযোগিতায় বিচারকের ভূমিকা পালন করেছেন। তিনি বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের সাথে সঙ্গীতশিক্ষক হিসেবেও অসংখ্য শিল্পী তৈরিতে কাজ করে যাচ্ছেন।

ঢাকা থিয়েটারের ফাউন্ডার মেম্বার হিসেবে সঙ্গীত পরিচালনার দায়িত্বে ছিলেন কমল রড্রিক্স। বর্তমানে তিনি বাংলাদেশ নজরুল সঙ্গীত সংস্থার সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন।

খ্রিষ্টীয় ধর্মসঙ্গীত বই ‘গীতাবলীতে’ গীতিকার, সুরকার, পরিচালক ও শিল্পী হিসেবে তাঁর ৮০টি গান লিপিবদ্ধ রয়েছে।

তাঁর বর্ণাঢ্য জীবনের সাথে তাল রেখে বিভিন্ন সময় পেয়েছেন গুনীজন সম্মাননা। তার মধ্যে বাংলা কথা (চ্যানেল-৯)-এর নজরুল এ্যাম্বাসেডর, বাগেরহাটের অংকুর সাংস্কৃতিক সংগঠনের নজরুল সঙ্গীত প্রশিক্ষক, ঢাকা ক্রেডিটের গুনীজন সম্মাননা, খ্রিষ্টান ছাত্র কল্যাণ সংঘের গুনীজন সম্মাননা, ঢাকার নজরুল একাডেমির জাতীয়

পর্যায়ে গুনীজন সম্মাননা পদকসহ আরো অসংখ্য সম্মাননা ও পদক অর্জন করেন তিনি।

১৯ জুন কমল রড্রিক্স-এর সম্মাননা প্রাপ্তিতে খ্রিষ্টান সমাজ তাঁকে অভিনন্দন জানায়।

আরবি.আরপি. ২৬ জুন ২০১৮