ঢাকা ,
বার : রবিবার
তারিখ : ১৭ নভেম্বর ২০২৪
বাংলা : ৩ অগ্রহায়ণ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট বিশেষ সাধারণ সভায় কালব পরিচালনা পরিষদকে পূর্ণ সমর্থন

বিশেষ সাধারণ সভায় কালব পরিচালনা পরিষদকে পূর্ণ সমর্থন

0
49
বিশেষ সাধারণ সভায় কালব এর বর্তমান পরিষদ-এর একাংশ

ডিসিনিউজ।। গাজীপুর

দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লি:, (কালব)-এর বিশেষ সাধারণ সভা থেকে কো-অপ্ট করা সাত জনসহ পূর্ণাঙ্গ পরিচালনা পরিষদকে সমর্থন করেছে ডেলিগেটবৃন্দ।

১৬ নভেম্বর, গাজীপুর জেলার কুচিলাবাড়ীতে অবস্থিত কালব রিসোর্ট এন্ড কনভেনশন হলে অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভা থেকে ডেলিগেটগণ বর্তমান পরিচালনা পরিষদকে আগামী দিনে সহযোগিতার আশ্বাস দেয়।

কালব চেয়ারম্যান আগষ্টিন পিউরীফিকেশনের সভাপতিত্বে ও সেক্রেটারি আতিকুল্লাহ সরকারের সঞ্চালনায় অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভায় প্রায় ৯৫ শতাংশ নিয়নিত সদস্য সমিতির ডেলিগেটবৃন্দ উপস্থিত ছিল।

বিগত দিনে কালবের প্রতি মানুষের যে অনাস্থা তৈরি হয়েছিল সেটা বর্তমান পরিচালনা পরিষদের সময়ে আবার পুনরুদ্ধার সম্ভব হয়েছে উল্লেখ করে কালবের চেয়ারম্যান পিউরীফিকেশন বলেন, “আমার সময়ে মাত্র ২২ মাসে ৯২টি ক্রেডিট ইউনিয়নকে পূর্ণ সদস্যপদ, ৬৯টি সহযোগি সদস্যপদ এবং ৬০টি অন্তর্ভূক্ত সদস্যপদ প্রদান করা হয়েছে।”

বিশেষ সাধারণ সভায় কালব এর বর্তমান পরিষদকে সমর্থ করে বক্তব্য রাখছেন ঢাকা ক্রেডিটের ডেলিগেট পংকজ গিলবার্ট কস্তা

চেয়ারম্যান তার বক্তব্যে বলেন, ‘২৯ জুলাই, তৎকালীন ভাইস-চেয়ারম্যান ফাহমিদা সুলতানা, সেক্রেটারি আরিফ মিয়া, ডিরেক্টর আরিফ হাসান, মান্নান লোটাস, নোয়েল চার্লস গমেজ, হেলাল উদ্দিন ও আশীষ কুমার দাশ পদত্যাগ করেন এবং তারা যে কারণগুলো দেখিয়েছিল তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। এদের বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগের প্রমাণ আমরা পেয়েছি এবং সমবায়ী আইন ৪৯-ধারায় তদন্তের জন্য সমবায়ে আবেদন করা হয়েছে” বলেন চেয়ারম্যান।

তিনি জানান, একই সাথে যথাযথ আইনী প্রক্রিয়া অনুসরণ করে উক্ত অনিয়মকারীদের ডেলিগটশীপ বাতিল করা হয়েছে।

এরই প্রেক্ষিতে ৩ আগস্ট, সমবায়ের আইন অনুযায়ী লায়লা আখতার ভাইস-চেয়ারম্যান, আতিকুল্লাহ সরকার’কে সেক্রেটারি, বোর্ড সদস্য হিসেবে শেখ সহিদুল ইসলাম, মনিকা মুন্সি, ডেভিড প্রবীন রোজারিও, সাইফুদ্দিন আহাম্মেদ ও উত্তম কুমার দে-কে বোর্ড সভায় কো-অপ্ট করে নেয়া হয়।

বিশেষ সাধারণ সভায় নিয়মিত আলোচ্যসূচীতে কো-অপ্টকৃত পরিচালনা পরিষদের সদস্যদের বিষয়ে উত্থাপন করা হলে উপস্থিত সদস্যবৃন্দ বিস্তারিত আলোচনা করে।

কালব এর ১-নং সদস্য দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:, ঢাকা (ঢাকা ক্রেডিট)-এর ডেলিডেট ও প্রাক্তন প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা বলেন, বর্তমান পরিচালনা পরিষদ এই পদত্যাগকারী ব্যক্তিদের শোধরানোর জন্য অনেক সুযোগ দিয়েছে এবং বর্তমান বোর্ড যখন তাদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়েছে তখন তারা আইনের আশ্রয় নিয়েছে।

বিশেষ সাধারণ সভায় কালব এর বর্তমান পরিষদকে সমর্থ করে বক্তব্য রাখছেন নির্মল রোজারিও

কো-অপ্ট করে পরিচালনা পরিষদ পূর্ণাঙ্গ করার জন্য বর্তমান পরিচালনা পরিষদকে ধন্যবাদ জানিয়ে কস্তা বলেন, “সমবায় আইন, বিধি বা উপ-আইনে যাই থাকুক না কেন সমিতির জন্য যা কিছু মঙ্গল সেই বিষয়ে সিদ্ধান্ত নেয়ার অধিকার সদস্যদের রয়েছে।”

তিনি বলেন, আজকের বিশেষ সাধারণ সভায় এই কো-অপ্টকে পূর্ণাঙ্গ অনুমোদন দিচ্ছে এবং আশা করি দ্রুততম সময়ে কালবের সকল সমস্যা সমাধান হবে।

“তবে, কালবের উপর যেন সদস্যদের কোনো ধরণের অনাস্থা না আসে এর জন্য যত ধরণের আইনী ব্যবস্থা নেয়া দরকার তা নেয়া হোক” বলেন কস্তা।

কো-অপ্ট করা যথার্থই হয়েছে এবং এই বিশেষ সাধারণ সভার রেফারেন্স দিয়ে একটি প্রতিবেদন আদালতে দ্রæত উপস্থাপন করা হোক উল্লেখ করে ধরেন্ডা খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি;,-এর ডেলিগেট ও বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট ও ঢাকা ক্রেডিটের প্রাক্তন প্রেসিডেন্ট নির্মল রোজারিও বর্তমান কালবের পরিচালনা পরিষদের সাহসী ভ‚মিকার জন্য ধন্যবাদ জানান।

রোজারিও মহামান্য হাইকোর্টের নিকট বিশেষ সাধারণ সভা থেকে ব্যাংক-এর উপর যে স্থিতাবস্থা সেটাকে দ্রæত বিলুপ্ত করে স্বাভাবিক লেনদেনের অনুমতির প্রার্থনা জানান।

কালব-এ যারা বিভিন্ন অনিয়মের সাথে যুক্ত তাদের বিরুদ্ধে ৪৯-ধারায় তদন্তের আবেদন করলেও সমবায় কেন অনুমতি দিচ্ছে না এই বিষয়ে বিশেষ সাধারণ সভায় ব্যাপক সমালোচনা করা হয় এবং প্রয়োজনে কোর্টের সহযোগিতায় ৪৯-ধারায় তদন্তের বিষয়টি উঠে আসে।

কালব’ এর বিগত পরিচালনা পরিষদের বিভিন্ন দুর্নীতির বিষয়ে বিশেষ সাধারণ সভায় প্রতিবেদন উপস্থাপন করা হয়।