ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ বিসিএ’র পবিত্র ঈদ-উল ফিতরের শুভেচ্ছা

বিসিএ’র পবিত্র ঈদ-উল ফিতরের শুভেচ্ছা

0
591

দীর্ঘ এক মাসের সিয়াম সাধনার পর এসেছে পবিত্র ঈদ-উল-ফিতর। ঈদ-উল-ফিতরের এ শুভলগ্নে বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও ও মহাসচিব হেমন্ত আই কোড়াইয়া এক যুক্ত বিবৃতিতে বাংলাদেশসহ বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়েছেন।

তাঁরা বলেছেন, সারা পৃথিবীতে আজ চলছে এক অশান্ত ও সংঘাতময় পরিস্থিতি। সন্ত্রাস, মৌলবাদ, জঙ্গিবাদ আজ মানব জাতির জন্য এক বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে, মানুষে মানুষে বিদ্বেষ, বৈরিতা সৃষ্টি করছে। প্রকৃত ধর্মাচার আজ সময়ের দাবী হয়ে দাঁড়িয়েছে। সকল ধর্মের মানুষের মাঝে সম্প্রীতির বন্ধন তৈরী ছাড়া কোন বিকল্প নেই আজ। মানব জাতিকে সামনের দিকে এগিয়ে যেতে হলে স্বার্থপরতা ও সংকীর্ণতার উর্ধ্বে উঠে কল্যাণ চেতনায় সকলকে উদ্ভুদ্ধ হতে হবে।

নেতৃবৃন্দ বিবৃতিতে মহিমাময় রমজানের চেতনা বিশ্বময় মানুষে মানুষে ভ্রাতৃত্ববোধ ও শান্তি প্রতিষ্ঠায় বিশেষ অবদান রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন। ধনী-দরিদ্র নির্বিশেষে সকলের জন্য ঈদ আনন্দ বার্তা বয়ে আনুক তাঁরা সে কামনাও করেছেন।

আরবি.আরপি. ১৫ জুন, ২০১৮