শিরোনাম :
বিসিএ’র মোহাম্মদপুর শাখার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের মোহাম্মদপুর শাখার প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী, শিক্ষা সফর, কৃতি ছাত্র-ছাত্রী সংবর্ধনা অনুষ্ঠিত হয় সাভারের সিসিডিবি হোপ সেন্টারে মঙ্গলবার (১লা মে, ২০১৮)।
এ অনুষ্ঠানে আন্তন হালদারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও, মহাসচিব হেমন্ত আই. কোড়াইয়া, মিরপুর শাখার সভাপতি স্বপন চৌধুরী, সেক্রেটারি এন্ড্রু শিকদার, ঢাকা ক্রেডিটের ট্রেজারার বিপুল লরেন্স গমেজ, সাভার ইউনিয়ন পরিষদের সেক্রেটারি প্রভাত ডি’রোজারিও, ধরেন্ডা প্যারিশ কাউন্সিলের সহ-সভাপতি শান্তি রোজারিও, স্যার যোসেফ মধুসহ আরও অনেকে।
এ অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও এবং মহাসচিব হেমন্ত আই. কোড়াইয়াকে ব্যান্ডপার্টি বাজিয়ে পুষ্প বৃষ্টির মধ্যদিয়ে বরণ করে নেয়া হয়।
অনুষ্ঠানের সভাপতি আন্তন হালদার বলেন, ‘মহান মে দিবস এবং বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের মোহাম্মদপুর শাখার প্রথম প্রতিষ্ঠা বার্ষিকীতে সকলকে জানাই সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা এই পর্যন্ত অগ্রসর হতে পেরেছি বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের জন্য। বিশেষ ধন্যবাদ জানাতে চাই নির্মল রোজারিও, হেমন্ত আই কোড়াইয়া, ঢাকা ক্রেডিট, ঢাকা হাউজিং সোসাইটি এবং বিভিন্ন ব্যক্তিকে। ইতো মধ্যে আমরা ৮টি পরিকল্পনা গ্রহণ করেছি সেগুলো বাস্তবায়নের জন্য আপনাদের সকলের সাহায্যে সহযোগিতা একান্ত ভাবে কামনা করি।’
প্রধান অতিথি বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও বলেন, ‘আমি আজ অভিন্দন এবং সেলুট জানাই আন্তন হালদাকে তিনি বিগত এক বছরে মোহাম্মদপুর শাখা অনেক দূর এগিয়ে নিয়ে এসেছে। বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন একাটি আন্ত:মান্ডলিক সংগঠন। বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনে অর্জন হচ্ছে; খ্রীষ্টানদের একশত টাকায় দান দলিল এবং খ্রীষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাষ্ট। আজকের এই আয়োজন বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের প্রত্যকটি শাখার জন্য অনুপ্রেরণা যোগাবে। মোহাম্মদপুর শাখার এই অগ্রযাত্রায় সাহায্যে করেছেন এবং আশা ভবিষ্যতেই সাহায্যে করবেন সেই আশা করি।
‘মোহাম্মদপুর শাখার কার্যকরি পরিষদের সকল সদস্যকে অভিনন্দন জানাই। আজকের এই আয়োজন হচ্ছে একটি পরিবার কেন্দ্রিক। আমাদের প্রধানমন্ত্রীর কাছে দাবি ৫জন এমপি এবং একজন মন্ত্রী খ্রীষ্টানদের হয়ে প্রতিনিধিত্ব করার জন্য। বাংলাদেশে খ্রীষ্টানদের একমাত্র অধিকার আদায়ের সংগঠন হচ্চে খ্রীষ্টান সোসিয়েশন। আগামী জুলাই মাসে আমাদের এসোসিয়েশনের ৫০ বছরের জুবিলি পালন করতে যাচ্ছি সেখান আপনাদের সাহায্যে সহযোগিতা কামনা করি।’ বলেন বিশেষ অতিথি বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের মহাসচিব হেমন্ত আই কোড়াইয়া।
বিশেষ অতিথি ঢাকা ক্রেডিটের ট্রেজারার বিপুল লরেন্স গমেজ বলেন, ‘সাউথ এশিয়ার সর্ববৃহৎ ক্রেডিট ইউনিয়ন ঢাকা ক্রেডিটের ৪০ হাজার সদস্য পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন। নির্মল দা যেদিন থেকে বিসিএর দায়িত্বে এসেছে সেদিন থেকে বিসিএর উন্নতি লক্ষ্যনীয়। মোহাম্মপুর শাখা আজ যে আয়োজন করেছে তা সত্যিই প্রশংসার দাবি রাখে। আপনাদের সকল কার্যক্রমে ঢাকা ক্রেডিট সাধ্যমতো সাহায্যে করার চেষ্টা করবে। সেই সাথে বিসিএর কার্যক্রম আরও সুদূর প্রসারী হোক এই কামনা করি।
‘আমাদের একজন খ্রীষ্টান মন্ত্রী প্রয়োজন, আমরা আগামীতে মন্ত্রী হিসেবে দেখতে চাই বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের সংগ্রামী প্রেসিডেন্ট নির্মল রোজারিওকে।’ মন্তব্য করেন বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের মিরপুর শাখার সেক্রেটারি এন্ড্রু শিকদার।
এছারা আরও অনেকে মোহাম্মপুর শাখার এই অগ্রগতিকে অভিনন্দন জানান।
এছাড়া এ অনুষ্ঠানেরা শুরুতে সকালে ছিলে ক্রীড় প্রতিযোগিতা, বিকেলে কেক কাটা, কৃতি ছাত্র-ছাত্রী সংবর্ধনা, ও মনোজ্ঞা সাংস্কৃতিক অনুষ্ঠান এবং র্যাফেল ড্র। এ অনুষ্ঠানে উপন্থিত ছিল ২২০ জন।
এইচআর.আরপি.২ মে, ২০১৮