ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৮ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা শিল্প-সাহিত্য বীর মুক্তিযোদ্ধা বিজয় মানুয়েল ডি প্যারেসের একটি চেতনার কবিতা ‘আমৃত্য প্রহরা’

বীর মুক্তিযোদ্ধা বিজয় মানুয়েল ডি প্যারেসের একটি চেতনার কবিতা ‘আমৃত্য প্রহরা’

0
1042

‘আমৃত্য প্রহরা’
বীর মুক্তিযোদ্ধা বিজয় মানুয়েল ডি প্যারেস
অব:প্রাপ্ত মেজর (বিডিআর)

মাগো তোমার ছেলেরা রয়েছে আমৃত্যু দিবারাত্রি প্রহরায়
রোদ নেই, বৃষ্টি নেই, তবু সর্বক্ষণ আছে ৩৬৫ বর্গমাইল সীমান্ত পাহাড়ায়
তোমার ছেলেরা অদম্য সাহসে মাথা উঁচু করে বুক ফুলিয়ে দাঁড়িয়ে আছে
শত্রু যতই না শক্তিশালী হোক, হার মানবো না মোরা কারো কাছে।
ভুলিনি মোরা ৫২ আর ৭১’র সেই ভয়ানক দিনগুলি
আজো শহিদ ভাই-বোনের রক্তে রাঙ্গিয়ে আছে রাজ পথের অজ¯্র ধূলি
আমি হারালাম বাবা, তুমি হলে বিধবা,
আজো ফিরেনি ঘরে তোমার বোন আদুরী-স্বধবা।
আমার সোহাগী বোন সেই ছোট্ট তুলি
মাগো স্বাধীনতার এই চুয়াল্লিশ বছর পরেও কেমনে তাহারে ভূলি?
খেলার ঘরটিতে এখনো পড়ে আছে তার ঘোমটা পড়া বউ, পুতুলগুলি।
ওরা ভিনদেশী কুৎসিত চেহারার মানুষবেশী হায়না,
আমাদের বাঙালিদের মারবে বলে, ওরা ধরেছিল কত কি বাহানা।
আর সেই ৫২’র ফল ৭১’র শেষ ভাগেই আমরা তাদের বুঝিয়েছিলাম,
বিনিময়ে শুধু লাখো শহিদদের হারিয়ে, ওদের এই দেশ থেকে চিরদিনের জন্য তাড়িয়ে দিলাম
মাগো আজ আমাদের প্রতিজ্ঞা
এবার খুঁজে পেয়েছি সেই ৫২ আর ৭১’র গড়া, হারানোর ঐক্য।
মোদের সাথে আরো যোগ দিয়েছে, মুক্তিযুদ্ধের চেতনায় নতুন ভবিষ্যৎ প্রজন্ম।।

আরবি.আরপি.১৪ মার্চ, ২০১৮