ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ বেকারী শুরু করল মঠবাড়ী ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি

বেকারী শুরু করল মঠবাড়ী ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি

0
801

ডিসিনিউজ, গাজীপুর
বেকারীর কার্যক্রম শুরু করল মঠবাড়ী ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড। ২০১২ সনে প্রতিষ্ঠিত হওয়া এই সমিতি ইতিমধ্যে বিভিন্ন ধরনের প্রকল্প হাতে নিয়ে কর্মসংস্থান সৃষ্টি করে ব্যাপক প্রসংশা অর্জন করেছে।
বেকারীর শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মঠবাড়ী ধর্মপল্লীর পাল-পুরোহিত উজ্জ্বল লিনুস রোজারিও সিএসসি। অনুষ্ঠানে সমিতির চেয়ারম্যান সুরেন রিচার্ড গমেজ সভাপতিত্ব করেন।
চেয়ারম্যান রিচার্ড গমেজ বেকারী প্রতিষ্ঠার বিষয়ে ডিসিনিউজকে বলেন, ‘কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে আমরা বেকারী প্রকল্প হাতে নিয়েছি। এ ছাড়া আমরা আমাদের বেকারীতে ভালো মানের পণ্য উৎপাদন করবো। পণ্যের মানের ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না।’
তিনি আরো বলেন, ‘আমরা বেকারীতে বেশি লাভের কথা চিন্তা করবো না। তবে ভালো মানের কেক, রুটি, বিস্কুট, টিফিন আইটেমসহ বিভিন্ন ধরনের পণ্য তৈরি করবো। আমাদের পণ্য থাকবে পরিষ্কার-পরিচ্ছন্ন। আমরা সফল হলে ভবিষ্যতে অন্যত্রও আউটলেট করবো।’
তিনি জানান, মঠবাড়ীতে বিভিন্ন প্রতিষ্ঠান ও জনগণের স্বাস্থ্যসম্মত বেকারী পণ্য তৈরিতে তারা বদ্ধপরিকর থাকবেন।
প্রসঙ্গত, সমিতিটি ২০১২ সনের ১ জুন ৩০ জন সদস্য ও ৩০ হাজার টাকা মূলধন নিয়ে যাত্রা শুরু করলেও বর্তমানে সমিতিটিতে রয়েছে ৫৩৩ জন সদস্য। কর্মী আছেন ৪০ জন।
সমিতিটি মঠবাড়ীতে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ইতিমধ্যে সমবায় বাজার, বিউটি পার্লার-কাম ট্রেনিং সেন্টার, জীম, মাইক্রোবাস প্রকল্প, এম্বুলেন্সসহ বিভিন্ন দৃশ্যমান প্রকল্প সফলভাবে সম্পাদন করে যাচ্ছে।
বেকারী উদ্বোধন আরো উপস্থিত ছিলেন ফাদার জেরী গমেজ এসজে, মঠবাড়ী খ্রিস্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ট্রেজারার নিকোলাস রোজারিও, সিস্টার মেরী অনু এসএমআরএ, বাবলু রোজারিও, জেমস ডি রোজারিও, কেএসবি ক্ষমা ও ভালোবাসা সংঘের সকল সদস্য, সমিতির সকল কর্মকর্তা ও কর্মীবৃন্দ।