শিরোনাম :
ব্যস্ত নগরী ফাঁকা: ঢাকা ছাড়ছে ঘরমুখো মানুষ
ঈদে প্রিয়জনের কাছে ফিরতে রাজধানী ছাড়ছে মানুষ। সোমবার সরকারি ছুটির দিন না হলেও ঢাকার প্রধান প্রধান বাস টার্মিনাল, নদীবন্দর সদরঘাট, ও রেল স্টেশনে যাত্রীর ভিড় দেখা গেছে।
যদিও সকাল থেকে ঘণ্টা দুয়েক বৈরী আবহাওয়ায় থেমে ছিল ঈদযাত্রা। পরে ঝলমলে আবহাওয়ায় যাত্রীদের ঢল নামে।
সদরঘাটের আগে রায়সাহেব বাজার থেকেই চোখে পড়ে নৌপথের যাত্রীদের। হাত ও কাঁধে একাধিক ব্যাগ, কারো মাথায় বস্তা, মালামাল নিয়ে স্ত্রী-সন্তানসহ চলছেন লঞ্চের দিকে। তবে দুপুর পর্যন্ত সদরঘাটে যাওয়ার সড়কগুলো ছিল অনেকটাই যানজটহীন, তবে ওইসব সড়কে গাড়ির চাপ ছিল।
এমটি দেখা যায় রেল স্টেশন ও বাস টার্মিনাল গুলোতেও।
গত চারদিন সকালে যাত্রীদের সামান্য চাপ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কমে যেতো। কিন্তু সকাল থেকে যাত্রীর চাপ ক্রমাগত বাড়ছে।
বরিশালের যাত্রী মেহেদি হাসান বলেন, মানুষের ভিড় বেশি। সবাই বাড়ি যেতে চায়। কষ্ট তো একটু হবেই। তিনি আরও বলেন, ঘাটের সিস্টেম ভালো। তবে এতো মানুষের জন্য ঘাট আরো বড় করা দরকার। তাহলে মানুষকে এতোবেশি ঠেলাঠেলি, এত কষ্ট করে লঞ্চে ওঠা লাগতো না।
তবে যাত্রীরা অভিযোগ করছেন, পর্যাপ্ত যাত্রী থাকার পরেও অতিরিক্ত যাত্রীর আশায় লঞ্চগুলো ছেড়ে যাচ্ছে না।
অন্যদিকে নৌপরিবহন কর্তৃপক্ষ বলছে, যাত্রী থাকুক আর না থাকুক, যথাসময়েই লঞ্চগুলোকে যাত্রা করতে হবে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) জানিয়েছে, অতিরিক্ত যাত্রী নিয়ে কোনো লঞ্চকেই ঘাট ত্যাগ করতে দেয়া হবে না। লঞ্চের ছাদেও যেন কোনো যাত্রী উঠতে না পারেন, সে দিকটিও তারা লক্ষ্য রাখছেন।
ভিডিওতে ঘরমুখো মানুষের ঢল:
https://dcnewsbd.com/2019/06/04/%E0%A6%88%E0%A6%A6%E0%A7%81%E0%A6%B2%E0%A6%AB%E0%A6%BF%E0%A6%A4%E0%A6%B0-%E0%A6%89%E0%A6%AA%E0%A6%B2%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A7%87-%E0%A6%A2%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BE-%E0%A6%95%E0%A7%8D/
https://dcnewsbd.com/2019/06/04/%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6-%E0%A6%96%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%80%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%A8-%E0%A6%8F%E0%A6%B8%E0%A7%8B%E0%A6%B8-6/