ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ ব্রাদার বিজয় হ্যারোল্ড রড্রিক্স আর নেই

ব্রাদার বিজয় হ্যারোল্ড রড্রিক্স আর নেই

বিভিন্ন সংগঠনের শোক প্রকাশ

0
1597

সুমন কোড়াইয়া || ঢাকা
বাংলাদেশের হলিক্রস ব্রাদারদের প্রাক্তন প্রভিন্সিয়াল ব্রাদার বিজয় হ্যারোল্ড রড্রিক্স সিএসসি আর নেই। তিনি ২৩ মে শনিবার দয়াগঞ্জের আসগর আলী হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৬২ বছর।
বাংলাদেশের হলিক্রস ব্রাদারদের প্রভিন্সিয়াল ব্রাদার সুবল রোজারিও ডিসি নিউজকে বলেন, ‘ব্রাদার বিজয় বেশ কিছুদিন ধরে ক্যান্সারে ভোগছিলেন। তিনি আজ সকাল ১১টা ১৬ মিনিটে মারা গেছেন।’
গাজীপুরের কালীগঞ্জের নাগরী গ্রামের বিশিষ্ট সমবায়ী ও শিক্ষক নাইট ভিনসেন্ট রড্রিক্স ও এমিলিয়া রোজারিওর সন্তান ব্রাদার বিজয় হ্যারোল্ড রড্রিক্স।
ব্রাদার বিজয় অর্গানাইজেশনাল লিপারশীপ (সাংগঠনিক নেতৃত্ব)-এর ওপর আমেরিকা থেকে ডক্টরেট (পিএইচপি) করেছেন। তিনি দুই টার্মে ১৬ বছর বাংলাদেশের হলিক্রস ব্রাদারদের প্রভিন্সিয়াল ছিলেন। এ ছাড়া কাথলিক মন্ডলীর বিভিন্ন প্রতিষ্ঠান, উন্নয়ন সংস্থা- কারিতাস বাংলাদেশের গুরুত্বপূর্ণ দায়িত্ব দক্ষতার সাথে পালন করেছেন।
হলিক্রস ব্রাদার উজ্জ্বল প্লাসিড পেরেরা ডিসি নিউজকে বলেন, ‘ব্রাদারের মরহেদ নারিন্দার টেকনিক্যাল স্কুলে রাখা হবে। তাঁর মরদেহ নারিন্দা ওয়ারী কবরস্থানে কবরস্থ করা হবে।’
তবে কখন কবরস্থ করা হবে তা এখনো সিদ্ধান্ত হয়নি বলে তিনি জানান।
ব্রাদার বিজয় ৭ জুলাই ১৯৫৮ সনে গাজীপুরের কালীগঞ্জের নাগরী গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ধর্মীয় জীবনে প্রথম ব্রত গ্রহণ করেন ২০ জানুয়ারি ১৯৭৮ সনে এবং শেষ ব্রত গ্রহণ করেন ১৯৮৪ সনের ৩১ ডিসেম্বর।

বিভিন্ন সংগঠনের শোক প্রকাশ
ব্রাদার বিজয়ের মৃত্যুতে বিভিন্ন আর্থিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ শোক জানিয়েছেন। ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা ও সেক্রেটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া বলেন, ‘আমরা ব্রাদার বিজয় হ্যারোল্ড রড্রিক্সের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। তার আত্মার চির শান্তি কামনা করি।’
ব্রাদার বিজয়ের মৃত্যুতে শোক প্রকাশ করে বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও এক বার্তায় বলেন, ‘ব্রাদার বিজয় হ্যারোল্ড রড্রিক্স ছিলেন দেশের একজন বিশিষ্ট ব্যক্তিত্ব। তিনি ছিলেন একজন প্রজ্ঞাবান মানুষ। দেশ তাঁর মধ্য দিয়ে অনেক উপকৃত হয়েছে। তাঁর মৃত্যু আমাদের জন্য অপূরণীয় ক্ষতি।’