শিরোনাম :
ভাদুন খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ-এর ২৮তম বার্ষিক সাধারণ সভা
গাজীপুর জেলার ভাদুনে ২০ এপ্রিল (শুক্রবার) বেলা আড়াইটায় ভাদুন খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ-এর ২৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে জাতীয় পতাকা ও সমবায়ী পতাকা উত্তোলন করা হয়। এরপর মৃত সদস্যদের আত্মার জন্য প্রার্থনা করা হয়।
সমিতির চেয়ারম্যান সুজয় পিউরিফিকেশন সভার সভাপতিত্ব করেন এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ-এর চেয়ারম্যান আগস্টিন পিউরিফিকেশন। এ ছাড়াও উপস্থিত ছিলেন ধর্মপল্লীর পাল-পুরোহিত পরিমল রোজারিও, হারবাইদ খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ-এর চেয়ারম্যান লিটন গমেজ, বন্ধন কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ-এর চেয়ারম্যান বিপ্লব গমেজ, নৈপাড়া খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ-এর চেয়ারম্যান প্রভাত কোড়াইয়াসহ আরো অনেকে।
সভায় বিগত আর্থিক বছরের লাভ-লোকসান, আয়-ব্যায়, ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
এসময় সদস্যরা তাদের নিজস্ব মতামত উপস্থাপন এবং সমিতির বর্তমান অবস্থান ও অগ্রগতির জন্য প্রশংসা করেন।
প্রধান অতিথি আগস্টিন পিউরিফিকেশন উপস্থিত সকলকে ধন্যবাদ দেন এবং বর্তমান বিশ্বে সমবায়ের গুরুত্ব স¤পর্কে সকলকে অবহিত করেন। তিনি বাংলাদেশের ক্রেডিট ইউনিয়নের অগ্রদূত স্বর্গীয় ফাদার চার্লস জে. ইয়ং-এর একটি উক্তিটি স্মরণ করিয়ে দিয়ে বলেন, “সমবায়ে দুর্নীতিবাজদের জায়গা নেই এবং যারা এই দুর্নীতি সাথে জড়িত তাদের ধিক্কার জানাই।”
এ সময় তিনি ঋণখেলাপিদের বিষয়েও সচেতন হওয়ার জন্য আহ্বান জানান। এ বিষয়ে মনিটরিং এর জন্য কাক্কোর বিশেষ সফটওয়্যার এর কথা বলেন, যার মাধ্যমে খুব সহজেই ঋণ খেলাপিদের শনাক্ত করা যায়।
সমিতির চেয়ারম্যান সুজয় পিউরিফিকেশন সকলকে ধন্যবাদ দিয়ে বলেন, ‘আমাদের এই বোর্ড তসরূপকৃত অর্থ আদায়ের জন্য প্রাণপণ চেষ্টা করছে এবং আমরা ইতিমধ্যে ৫০ ভাগের বেশি আত্মসাৎকৃত টাকা উদ্ধার করতে সক্ষম হয়েছি। আপনারা আমাদের পাশে থাকলে বাকী টাকাও খুব তারাতাড়ি উদ্ধার করতে পারবো।’
আরবি.আরপি. ২২ এপ্রিল, ২০১৮