ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৮ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা আন্তর্জাতিক ভারতের কেরেলায় কুয়া থেকে একজন ফাদারের মরদেহ উদ্ধার

ভারতের কেরেলায় কুয়া থেকে একজন ফাদারের মরদেহ উদ্ধার

0
6092

ডেস্ক নিউজ:
সম্প্রতি ভারতের কেরেলায় ফাদার টমাস ইটুপারিলের মরদেহ উদ্ধার করা হয়।
তিনি সেন্ট টমাস গির্জার পাল-পুরোহিত ছিলেন। একান্ন বছর বয়সী ফাদারের মর দেহ মিশন প্রাঙ্গণের কুয়ায় পাওয়া যায়। তাঁর ঠিক কী হয়েছিলো তা জানা যায়নি। তবে স্থানীয় মহাধর্মপ্রদেশের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গভীর দুঃখ ও শোকের সাথে জানানো যাচ্ছে যে ফাদার টমাসের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। সেখানে আরো বলা হয়, তিনি উচ্চ রক্ত চাপে ভোগ ছিলেন। কয়েকদিন আগে গির্জা প্রাঙ্গণে এক অগ্নি দুর্ঘটনায় চারজন আহত হন। তাদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক। এইসব বিষয়ে তিনি খুব চিন্তিত ছিলেন।
ফাদার টমাসের মোবাইল ফোন সাইলেন্স ছিলো এবং সিসিটিভি ক্যামেরা অফ ছিলো।
ছয় মাস আগে তিনি আমেরিকা থেকে ফিরে এসেছিলেন। তিনি আমেরিকায় পাঁচ বছর মিশনারী হিসেবে সেবা দিয়েছেন।
ফাদারের মারা যাওয়ার ঘটনায় পুলিশ মামলা গ্রহণ করেছে এবং তদন্ত শুরু করেছে। (ম্যটারস ইন্ডিয়া)