শিরোনাম :
ভারতের হাইকমিশনারের সাথে খ্রীষ্টান এসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
ডিসিনিউজ ॥ ঢাকা
বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিওর নেতৃত্বে একটি প্রতিনিধি দল ভারতের নবনিযুক্ত হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামীর সাথে এক সৌজন্য সাক্ষাৎ করেছেন।
৮ নভেম্বর ঢাকার গুলশানে অবস্থিত ভারত ভবনে এই সৌজন্য সাক্ষাতের সময় এসোসিয়েশনের পক্ষে ভারতের নবনিযুক্ত হাইকমিশনারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। প্রতিনিধি দলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট ও খ্রীষ্টান এসোসিয়েশনের আইন বিষয়ক সম্পাদক পংকজ গিলবার্ট কস্তা, খ্রীষ্টান এসোসিয়েশনের মহাসচিব হেমন্ত আই কোড়াইয়া, যুগ্ম -মহাসচিব জেমস সুব্রত হাজরা ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক থিওফিল রোজারিও।
সাক্ষাৎকালে খ্রীষ্টান এসোসিয়েশনের নেতৃবৃন্দ ১৯৭১ সনে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে সাহায্য করার জন্য ভারতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে দু’দেশের সম্পর্ক আরো জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তারা নবনিযুক্ত হাইকমিশনারের সাফল্য কামনা করেন।