শিরোনাম :
ভারতে কেরেলায় সড়ক দুর্ঘটনায় সিস্টার নিহত
ভারতের কেরেলা প্রদেশের তালিপপারাম্বা শহরে কুন্নুর এলাকায় সিস্টার রেজিনা মারিয়া সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। ৫ জুলাই এই দুর্ঘটনা ঘটে। তার বয়স হয়েছিল ৭৭ বছর। তার সাথে থাকা আরেকজন সিস্টার সান্ড্রা আহত হয়েছেন।
আরো পড়ুন: পাকিস্তানে খ্রিষ্টান কিশোরী ধর্ষণের শিকার
জানা গেছে, তারা দুইজনই সেন্ট যোসেফস প্রভিন্স অব দ্যা ফ্রান্সিসকান ক্লারিস্ট সম্প্রদায়ের সিস্টার। সিস্টারদ্বয় একটি জায়গায় দাঁড়িয়ে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন, তখন একটি বেপরোয়া প্রাইভেট কার তাদের উপর দিয়ে উঠিয়ে দেয়। আহত অবস্থায় তাদেরকে হাসপাতালে ভর্তি করা হলে সেখানে সিস্টার রেজিনা মারিয়া মারা যান।
সিস্টারের মরদেহ গতকাল সেন্ট টমাস ফোরান গির্জায় অন্ত্যেষ্টিক্রিয়া শেষে সমাহিত করা হয়েছে।
এসসি/৭/৭/২০১৯
আরো পড়ুন:
সমবায় সমিতিতে ঋণ খেলাপি বড় চ্যালেঞ্জ: বক্তাদের অভিমত
ইতিহাসে সর্বপ্রথম ঢাকা ক্রেডিট অ্যাপ
খ্রিষ্টান সমাজের ৯ জনকে সম্মাননা দিল ঢাকা ক্রেডিট
































































