শিরোনাম :
ভারতে গ্রেফতার হওয়া ফাদারের মুক্তির দাবিতে খ্রিষ্টভক্তরা
|| ডেস্ক, ডিসিনিউজ ||
যিশু সংঘের ফাদার স্টেন সোয়ামি মাওবাদী সন্ত্রাসবাদের সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন।
তিরাশি বছর বয়সী এই যাজক তাঁর প্রৈরিতিক কাজের ৫০ বছর সময় পার করেছেন ঝাড়খন্ডের আদিবাসীদের জমি রক্ষার জন্য। ফাদার স্টেনের আটক হওয়ার ঘটনায় উদ্বেষ প্রকাশ করেছে ভারতের বিশপ কনফারেন্স। তারা এক বিবৃতিতে বলেছেন, ফাদার স্টেন তাঁর পুরো জীবন পার করেছেন পরপোকারে, তিনি কিভাবে মাওবাদী সন্ত্রাসবাদের সাথে জড়িত হতে পারেন? তাঁকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে।
ক্যাথলিক বিশপদের সংগঠন দ্রুত এই বয়োজেষ্ঠ ধর্ম যাজকের মুক্তি দাবি করেছে।
ফাদার স্টেনের মুক্তির দাবিতে বিভিন্ন খ্রিষ্টান সংগঠনও দাবি তুলেছে।