শিরোনাম :
ভারতে জনপ্রিয় হয়েছে ভক্তজনগণ পরিচালিত সিসিআর টিভি চ্যানেল
ডেস্ক নিউজ:
ভারতের খ্রিষ্টান অধ্যুষিত অঞ্চল গোয়ায় অসম্ভবকে সম্ভব করেছেন কয়েকজন সাংবাদিক। ‘ঈশ্বরের ভালবাসার চ্যানেল’ শ্লোগানে তাঁরা খ্রিষ্টান সম্প্রদায়কে টার্গেট করে সিসিআর টিভি নামে একটি টিভি চ্যানেল খুলেছেন।
২০১৭ সনে রবিন ডি’সুজা ও তাঁর বন্ধুরা যখন প্রথম এই উদ্যোগ নেন, তখন অনেকেই তাঁদের নিরুৎসাহিত করেছিলেন। কিন্তু তাঁদের ভেতর ছিল প্যাশন। নতুন কিছু করার তাড়না। তারা থেমে থাকেন নি।
চব্বিশ ঘন্টার টিভি চ্যানেলটিতে তাঁরা খ্রিষ্টীয় মূল্যবোধ, মঙ্গল সমাচার, খবরাখবর প্রচার করে আসছেন।
তাঁদের চ্যানেলটি এখন গোয়ায় বেশ জনপ্রিয়।
গোয়ার আর্চবিশপ ফিলিপ নেরি ফেরাও বলেন, ‘গোয়ার খ্রিষ্টভক্তদের জন্য সিসিআর টিভি নিঃসন্দেহে ভাল একটি টিভি চ্যানেল। এটা প্রথম যখন শুরু হয়েছিল, তখন অনেকে মনে করেছিল এটা চলবে না,তবে খ্রিষ্টীয় জীবন-যাপন, খ্রিষ্টীয় শিক্ষা ও মূল্যবোধ প্রচার করায় টিভি চ্যানেলটি দিন দিন খ্রিষ্টভক্তদের নিকট জনপ্রিয় হয়ে উঠছে।’
আর্চবিশপ টিভি চ্যানেলের উদ্যোক্তাদের প্রশংসা করে বলেন, যাঁরা মঙ্গল সমাচার প্রচার করছেন, তাদের সাধুবাদ জানাই।
আরো পড়ুন:
ময়মনসিংহে চাকরি দেওয়ার নাম করে খ্রিষ্টান গারো তরুণীকে ধর্ষণ চেষ্টা