শিরোনাম :
ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে ঢাকা ক্রেডিট ও বিসিএ নেতৃবৃন্দ
ডিসিনিউজবিডি।। ঢাকা
বাংলা ভাষা রক্ষার্থে প্রাণ হারানো শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছে দেশ সেরা সমবায় প্রতিষ্ঠান দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:, ঢাকা (ঢাকা ক্রেডিট) ও বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের (বিসিএ) নেতৃবৃন্দ।
২১ ফেব্রুয়ারি, প্রথম প্রহরে ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া ও বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও’র নেতৃত্বে খ্রীষ্টান সম্প্রদায়ের নেতৃবৃন্দ ঢাকার কেন্দ্রেীয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা ও পুষ্পস্তবক অর্পণ করেছে।

খ্রীষ্টান সম্প্রদায়ের নেতৃবৃন্দ ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারী, বাংলাভাষাকে রক্ষার্থে যারা নিজেদের প্রাণ বিসর্জন দিয়েছে সেই শহীদদের আত্মার চিরশান্তি কামনা করেন।
কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট কোড়াইয়া ডিসিনিউজকে বলেন, “আমাদের মাতৃভাষা বাংলাকে রক্ষার্থে যারা প্রাণ দিয়েছে সেই শহীদদের আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি, তাদের আত্মার কল্যাণার্থে প্রার্থনা করি”
বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও বলেন, “আজকের এই দিনটি বাঙ্গালী জাতীর জন্য অত্যন্ত গর্বে। আমাদের শহীদদের প্রাণের বিনিময়ে অর্জিত আমাদের এই বাংলা ভাষাতে নিয়ে আমরা গর্ব করি”

শহীদ বেদিতে পুস্পস্তবক অর্পন করেন ঢাকা ক্রেডিটের সেক্রেটারি মাইকেল জন গমেজ, ট্রেজারার সুকুমার নিলূজ ক্রুশসহ ঢাকা ক্রেডিটের স্টাফবৃন্দ। আরো উপস্থিত ছিলেন বিসিএ এর যুগ্ম সহাসচিব সুব্রত হাজরা, প্রকাশনা সম্পাদক জন অরুনেশ বাড়ই, রতন পিটার কোড়াইয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এর আগে ২১ ফেব্রুয়ারি, ১২:০১ মিনিটের মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন এবং এর পরে প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ ইউনূস ও পরে অন্যান্য রাষ্ট্রীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন বাহিনীর প্রধানগণ কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
































































