শিরোনাম :
ভাসানিয়া খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা
ডিসিনিউজবিডি।। গাজীপুর
গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার ভাসানিয়ে খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:,(ভাসানিয়া ক্রেডিট) এর ৩৫-তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
১৩ ডিসেম্বর, ভাসানিয়া ক্রেডিটের চেয়ারম্যান উইলসন রিবেরু এর সভাপতিত্বে সাধু ফ্রান্সিস জেভিয়ার গির্জা প্রাঙ্গণে বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লি:, এর চেয়ারম্যান আসষ্টিন পিউরীফিকেশন, গেষ্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ভাসানিয়া ক্রেডিটের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অনিল ইউজিন রোজারিও, দি সেন্ট্রাল এসোসিয়েশন অব খ্রীষ্টান কো-অপারেটিভ (কাককো) লি:, এর চেয়ারম্যান পংকজ গিলবার্ট কস্তা ও মঠবাড়ী ধর্মপল্লীর পালপুরোহিত উজ্জ্বল লিনূস রোজারিও সিএসসি।
সভাপতি রিবেরু তার স্বাগত বক্তব্যে বলেন, আমরা চলতি বছরের শুরুতেই নির্বাচিত হয়ে দায়িত্ব নিয়েছি। এই সময়কালে আপনারা আমাদের পরামর্শ দিয়ে সহায়তা করেছেন, এর জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। আগামী দিনেও আপনাদের পরামর্শ প্রত্যাশা করি।
“সমবায় আইন বিধি মেনে বর্তমান পরিষদ বিশ্বের নানা সমস্যার মধ্যেও আলোচিত অর্থবছরে ৭ শতাংশ অন্তর্বর্তীকালীন লভ্যাংশ, শতকরা ৮ শতাংশ রিবেট প্রদান করতে সক্ষম হয়েছে। এই অর্জন আপনাদের এবং আগামীতে আপনাদের সহায়তার ধারা অব্যাহত থকলে আরো বেশি লভ্যাংশ প্রদান করতে পারবো।” বলেন সভাপতি
বার্ষিক সাধারণ সভার গেষ্ট অব অনার পংকজ গিলবার্ট কস্তা শুধু সমিতির মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নের প্রতি গুরুত্ব না দিয়ে আমাদের পরিবেশ রক্ষার উপরও গুরুত্ব দিতে বলেন। একই সাথে তিনি আগামী বছরে আন্তর্জাতিক ক্রেডিট ইউনিয়ন দিবস হিসেবে এক দিনের আলোচনা সভা করার জন্য বিশেষ করে কিভাবে আমরা আরো উন্নয়ন করতে পারি এই বিষয়ে প্রত্যেকটি সমবায় সমিতিকে আহ্বান জানান।