ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ ভাসানিয়া জাগ্রত যুব সংঘের শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

ভাসানিয়া জাগ্রত যুব সংঘের শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

0
439

শুদ্ধ সংস্কৃতি, দেশজ সংস্কৃতির সঠিক মননশীলতা ও সৃষ্টিশীল মনোভাব বিকাশের লক্ষে প্রতি বছরের এবারো ভাসানিয়া জাগ্রত যুব সংঘ আয়োজন করেছে ১০ম শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ‘প্রতিভার অনল- ২০১৮।’

এবারের মূলসূর ছিল ‘সৃজনশীল শিক্ষার আলোকিত জীবনের আহ্বান; দেশীয় সংস্কৃতির মুক্ত দিগন্তের জয়গান নব প্রাণে, নব উদ্দ্যমে সঞ্চারিত আপন প্রতিভা।”

ভাসানিয়া সাধু ফ্রান্সিস জেভিয়ার উপাসনালয় প্রাঙ্গণে ১৫ জুন থেকে ১৮ জুন পর্যন্ত এই প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। ১৫ জুন সকাল সাড়ে ১১টায় প্রতিযোগিতা আনুষ্ঠানিক শুরু হয়।

জাগ্রত যুব সংঘের সাধারণ স¤পাদক জয় আন্তনী রোজারিও’র সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মঠবাড়ী ধর্মপল্লীর পাল-পুরোহিত উজ্জ্বল লিনুস রোজারিও সিএসসি।

৪ দিনব্যাপী এই প্রতিযোগীতায় কবিতা আবৃতি, সাধারণ জ্ঞান ও চিত্রাঙ্কন, উপস্থিত রচনা প্রতিযোগিতা, উপস্থিত বক্তৃতা, হাতের লেখা, গল্প বলা, একক অভিনয়, ছড়া গান, রবীন্দ্র সঙ্গীত, পল্লী গীতি, আধুনিক গান, যন্ত্র সঙ্গীত, দেশাত্মবোধক গান, নজরুল গীতি, লালন গীতি, উচ্চাঙ্গ সঙ্গীত, সাধারণ ও উচ্চাঙ্গ নৃত্য, দলীয় নৃত্য, ফ্যাশন শো, অবিরাম হাসি-কান্না ও মুকাভিনয়ে অংশ নেয় প্রতিযোগীরা।

দেশের বিভিন্ন অঞ্চলের খ্রিষ্টান প্রতিযোগীরা এতে অংশ নিতে পারে।

১৮ জুন, বিকেল ৩টায় প্রতিযোগীদের ফলাফল ঘোষণা ও পুরষ্কার বিতরণ করা হয়। এ ছাড়াও ২০১৮ শিক্ষাবর্ষে এসএসসি, পিএসসি ও জেএসসি (২০১৭) পরীক্ষায় যারা কৃতকার্য হয়েছে তাদের ক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়।