ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ ভেরোনিকা রোজারিওর হত্যাকান্ডের ঘটনায় বিসিএ’র নিন্দা-প্রতিবাদ

ভেরোনিকা রোজারিওর হত্যাকান্ডের ঘটনায় বিসিএ’র নিন্দা-প্রতিবাদ

0
1101

ডিসি নিউজ:
গাজীপুরের কালীগঞ্জের উলুখোলা গ্রামের ভেরোনিকা রোজারিওর হত্যাকান্ডের ঘটনায় বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন (বিসিএ) তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।
এসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও ডিসিনিউজকে বলেন, ‘ভেরোনিকা রোজারিওর হত্যাকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একজন অতি সাধারণ গৃহবধুকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এটা খুবই দুঃখজনক ও বেদনাদায়ক। আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি অবিলম্বে যেন এ হত্যাকান্ডের সাথে জড়িতদের খুঁজে বের করে শান্তি দেওয়া হয়।’
তিনি বলেন, ‘আমরা এ হত্যাকান্ডের বিষয়টা পর্যবেক্ষণ করছি। যা যা করণীয় তা করবো।’

প্রসঙ্গত, গতকাল সকালেিএকটি মিশনারী স্কুলের দফতরী ভেরোনিকাকে হত্যা করেছে দুবৃত্তরা।
বাউল শিল্পী সুবাস রোজারিও’র নিখোঁজের ঘটনায় উদ্বেগ প্রকাশ
অপর দিকে এসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও খ্রিষ্টানদের মধ্যে প্রথম বাউলশিল্পী সুবাস রোজারিও’র নিখোঁজের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
তিনি বলেন, ‘সাতদিন হয়ে গেল সুবাসকে পাওয়া যাচ্ছে না। এটা খুবই উদ্বেগজনক। আমরা মনে করি এটা হওয়া উচিত ছিলো না। প্রশাসনকে আরো সক্রিয় ভূমিকা রাখতে হবে তাঁকে খুঁজে বের করার জন্য।’
গত ২৪ সেপ্টেম্বর থেকে নিখোঁজ রয়েছেন খ্রিষ্টানদের মধ্য থেকে প্রথম বাউল জীবনে প্রবেশকারী সুবাস রোজারিও।