ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ ভেরোনিকা হত্যার প্রতিবাদে কালীগঞ্জের মঠবাড়ীতে মানববন্ধন

ভেরোনিকা হত্যার প্রতিবাদে কালীগঞ্জের মঠবাড়ীতে মানববন্ধন

0
1237

হিমেল রোজারিও || ডিসি নিউজ
গাজীপুরের কালীগঞ্জের উলুখোলা গ্রামের ভেরোনিকা রোজারিওকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে কালীগঞ্জবাসী একত্রিত হয়ে হত্যাকারীদের সনাক্ত, গ্রেফতার এবং বিচারের দাবিতে মানববন্ধন করেছেন। আজ (৬ অক্টোবর) প্রতিবাদ সভার আয়োজনে ছিলো বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের (বিসিএ) মঠবাড়ী-কলীগঞ্জ শাখা ও ভাসানিয়া-কালীগঞ্জ শাখাসহ কয়েকটি সামাজিক ও আর্থিক সংগঠন।
এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের সভাপতি নির্মল রোজারিও ও সেক্রেটারি হেমন্ত কোড়াইয়া।
এসোসিয়েশনের সভাপতি নির্মল রোজারিও ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘ভেরোনিকার হত্যাকান্ড একটি পরিকল্পিত নিষ্ঠুর হত্যাকান্ড। হত্যাকান্ডের সাথে যারা জড়িত তাদের দ্রুত বিচারের আওতায় আনা হোক। এই হত্যাকান্ডের বিচার যদি না হয় তাহলে আরেকটি হত্যাকান্ড সংগঠিত হবে। বিচার না হলে সন্ত্রাসীরা-হত্যাকারীরা প্রশ্রয় পাবে।’


তিনি আরো বলেন, আগামী এক মাসের মধ্যে এই হত্যাকান্ডের বিচার এবং সন্ত্রাসীদের গ্রেফতার না হলে বিসিএ আরো কঠোর কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হবে।
সরকার ও প্রশাসনের কাছে হত্যাকারীদের খুঁজে বের করার দাবি জানান এসোসিয়েশনের প্রেসিডেন্ট। তিনি বলেন, সকল ধর্মের মানুষ মিলেমিশে একত্রে বসবাস করুক এটাই আমরা চাই।
অন্য ধর্মের মানুষও প্রতিবাদ সভায় অংশ নেন। নাগরী ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান সিরাজ মোল্লা ভেরোনিকা হত্যাকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, ‘আগামী দিনে যেন কোনো মা-বোন হত্যাকান্ডের শিকার না হতে হয় সেই জন্য এখনই হত্যকারীদের সনাক্ত করে কঠোর বিচার করতে হবে। যেন হত্যকারীরা ভবিষ্যতে আর কোন হত্যাকান্ডের পরিকল্পনা করতে পারে।
ভেরোনিকা হত্যাকন্ডের দ্রুত সনাক্ত করে বিচারের দাবি জানান মঠবাড়ীবাসীর পক্ষে সাবেক চেয়ারম্যান সিরাজ মোল্লা।
ভেরোনিকা রোজারিও’র দুই মেয়ে এই হত্যাকান্ডের অপরাধীদের সবোর্চ্চ শাস্তি দাবি করেন এবং প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
মঠবাড়ী বিসিএ শাখার সভাপতি থিওফিল রোজারিও, মঠবাড়ী খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন, ক্ষমা ও ভালোবাসা সংঘের সভাপতি সলোমন হাঁসদা, মঠবাড়ী ধর্মপল্লীর পালকীয় পরিষদের সদস্য শেলী গমেজ, মঠবাড়ী ক্ষদ্র ব্যবসায়ী সমবায় সমিতির প্রণব এডুয়ার্ড গমেজ, উলুখোলা যুব সমিতি, উলুখোলা গ্রামবাসীর মানুষসহ আরো অনেকে তাদের বক্তব্যে ভেরোনিকা হত্যকান্ডের তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানিয়ে হত্যাকারীর সবোর্চ্চ শাস্তি দাবি করেন।

আরো পড়ুন:

মা হত্যার বিচার চাইলেন তিনবোন: ভেরোনিকা হত্যাকান্ড

জমকালো আয়োজনে উদযাপিত হলো বিসিএ’র ৫০ বছর জুবিলি অনুষ্ঠান

জেনিফার মনিকা হত্যা মামলার আসামী হিমেল আটক