ঢাকা ,
বার : রবিবার
তারিখ : ২২ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৮ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা নোটিশ বোর্ড মট্সে সম্পূর্ণ ফ্রিতে কারিগরি প্রশিক্ষণের সুযোগ!

মট্সে সম্পূর্ণ ফ্রিতে কারিগরি প্রশিক্ষণের সুযোগ!

0
715

দেশের সুনাম ধন্য কারিগরি প্রতিষ্ঠান মটস দিচ্ছে সম্পূর্ণ বিনা খরচে কারিগরি প্রশিক্ষণের সুযোগ। বাংলাদেশ সরকারের অর্থায়নে স্কীলস্ ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (SEIP) প্রকল্পের আওতায়  প্রদান করা হবে বেশ কিছু কোর্স। তিন থেকে চার মার্সব্যাপী কোর্সগুলোর নাম ইকট্রিক্যাল ইন্স্টলেশন এন্ড মেইনটেন্যান্স, প্লাম্বিং, রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং, মেশিন সপ প্র্যাকটিস, লেদ মেশিন অপারেশন, ওয়েল্ডিং কোর্স। আঠার থেকে পঁয়ত্রিশ বছর বয়সী ৫ম থেকে ৮ম শ্রেণির পাস হলেই এই কোর্সগুলোতে ভর্তি হতে পারবেন। এছাড়া প্রশিক্ষণার্থীদের জন্য রয়েছে মাসিক তিন হাজার টাকার বৃত্তি।

প্রসঙ্গত, ঢাকা ক্রেডিট ও মট্স-এর মধ্য একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ঢাকা ক্রেডিটের যেসব সদস্যের সন্তান মট্স থেকে উপরোক্ত বিষয়ে কোর্স করতে চান তাদের মি. স্বপন রোজারিও, চিফ অফিসার প্রোগ্রাম এন্ড প্রটোকল, মোবাইল ০১৭০৯৮১৫৪০৫ এ যোগাযোগ করে নাম দেওয়ার আহ্বান করা হচ্ছে।

বিস্তারিত:

মট্স সংক্রান্ত ভিডিও: