ঢাকা ,
বার : বুধবার
তারিখ : ২৯ অক্টোবর ২০২৫
বাংলা : ১৪ কার্তিক ১৪৩২
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ মঠবাড়ী খ্রিষ্টান ক্রেডিট ইউনিয়ন এর বার্ষিক সাধারণ

মঠবাড়ী খ্রিষ্টান ক্রেডিট ইউনিয়ন এর বার্ষিক সাধারণ

0
245

মঠবাড়ীতে সমিতির নিজস্ব অফিসে জুবিলী ভবন প্রাঙ্গণে ৮ নভেম্বর মঠবাড়ী খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এর ৫০ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সমিতির চেয়ারম্যান রঞ্জন রবার্ট পেরেরার সভাপতিত্বে এবং সেক্রেটারি টারজেন যোসেফ রোজারিও’র সঞ্চালনায় বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেভা: ফাদার উজ্জ্বল লিনুস রোজারিও, পাল পুরোহিত, মঠবাড়ী ধর্মপল্লী।

গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের অন্যতম সভাপতি এবং ঢাকা ক্রেডিটের প্রাক্তন প্রেসিডেন্ট নির্মল রোজারিও, দি সেন্ট্রাল এসোসিয়েশন অব খ্রিস্টান কো-অপারেটিভস্ (কাক্কো) লিমিটেড এর চেয়ারম্যান পংকজ গিলবার্ট কস্তা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট এবং বাংলাদেশ খ্রীস্টান এসোসিয়েশন এর মহাসচিব ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া। এছাড়াও ঢাকা ক্রেডিটের সেক্রেটারি মাইকেল জন গমেজ সহ বিভিন্ন সমিতির নেতৃবৃন্দ বার্ষিক সাধারণ সভায় উপস্থিত ছিলেন।

সভাপতির স্বাগত বক্তব্যে রবার্ট পেরেরা বলেন,’ বর্তমান বোর্ড সমিতির অর্থ, সম্পদ বৃদ্ধির লক্ষে নিরলস কাজ করে যাচ্ছে। আপনাদের সহযোগিতায় যখন দায়িত্ব গ্রহণ করি, সমিতির মূলধন ছিল ১১৬ কোটি টাকা, যা বর্তমানে দাঁড়িয়েছে ১১৬ কোটি টাকা।

ঋণ খেলাপি আমাদের সমিতির বৃহত্তম সমস্যা, যা থেকে উত্তরণের জন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন। একদিকে দেশের অর্থনৈতিক মন্দায় আমরা এই অর্থ বছরে ৯% শেয়ার বোনাস, ১০% রিবেট প্রদান করেছি এবং আরো ১.৪৫% লভ্যাংশ প্রদান করবো। আপনাদের সুচিন্তিত মতামত প্রদান করে আমাদেরকে সহযোগিতা করবেন। আপনাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।

প্রধান অতিথি’র বক্তব্যে রেভা: ফাদার উজ্জ্বল লিনুস রোজারিও বলেন, ‘ অনেক আত্মত্যাগের বিনিময়ে এই সমিতি আজকে এই পর্যায়ে এসে পৌঁছেছে। দেশের বর্তমান অর্থনীতিকে সচল রাখতে সমবায়ের কোনো বিকল্প নেই। আমি আশা করবো যেভাবে আপনারা সামনের দিকে অগ্রসর হচ্ছেন যা ভবিষ্যতে অন্যান্য সমিতির জন্য রোল মডেল হয়ে থাকবে। আমি আপনাদের সমিতির উত্তোরত্তর সমৃদ্ধি কামনা করি।’

ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট এবং বাংলাদেশ খ্রীস্টান এসোসিয়েশন এর মহাসচিব ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া তার বক্তব্যে বলেন, ‘ শুধুমাত্র ঋণ দিয়ে বর্তমানে সমবায় সমিতি পরিচালনা করা এখন সম্ভব নয়। আমাদের উৎপাদনমুখী খাতে বিনিয়োগ করতে হবে যাতে করে সমিতির উত্তোরত্তর সমৃদ্ধির সাথে আমরা কর্মসংস্থান সৃষ্টি করতে পারি।’ দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে তারা যে লভ্যাংশ প্রদান করেছে তা সত্যিই প্রশংসার দাবিদার।

সেই সাথে তিনি আগামী ২৯ তারিখে ডিভাইন মার্সি হাসপাতাল মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিতব্য ঢাকা ক্রেডিটের বার্ষিক সাধারণ সভায় সকলকে উপস্থিত থেকে বার্ষিক সাধারণ সভা সফল করার আহŸান জানান।

সাধারণ সভায় দিনের কার্য অনুযায়ী বার্ষিক হিসাব-নিকাশ, ঋণদান কমিটির প্রতিবেদন, অডিট কমিটির প্রতিবেদন ও লটারী পর্বের মধ্য দিয়ে কর্মসূচী শেষে সমিতির ভাইস-চেয়ারম্যান লিটন রিচার্ড ক্রুশ সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সাধারণ সভার সমাপ্তি ঘোষণা করেন।

মানুষের মুক্তির স্বপ্নদ্রষ্টা রেভা: ফাদার চার্লস জে ইয়াং সিএসসি এর প্রচেষ্টায় ভাওয়াল অঞ্চলে সর্ব প্রথম মঠবাড়ী ধর্মপল্লীতে ২ জুন ১৯৬২ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় স্বপ্নের সমিতি “মঠবাড়ী খ্রিস্টান সমবায় ঋণদান সমিতি” যা “সাধু আগষ্টিনের সমিতি” নামেই বেশি পরিচিত ছিলো।