শিরোনাম :
মদনপুরে ঢাকা ক্রেডিটের শিক্ষা সেমিনার
শুক্রবার (৪ মে) ঢাকা অদূরে মদনপুরে ঢাকা ক্রেডিটের শিক্ষা সেমিনার অনুষ্ঠিত হয়।
মদনপুরের কমিউনিটি সমাজ সেবক জগদীশ রায়ের সভাপতিত্বে এবং প্রধান অতিথি ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজের উপস্থিতিতে বিকেল ৪টায় এই শিক্ষা সেমিনার অনুষ্ঠিত হয়।
এ দিন আরো উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের ভাইস-প্রেসিডেন্ট শীরেন সিলভেষ্টার গমেজ, সেক্রেটারি পংকজ গিলবার্ট কস্তা, ট্রেজারার বিপুল লরেন্স গমেজ, বোর্ড অব ডিরেক্টর পিটার গোমেজ, পিটার রতন কোড়াইয়া, আলবার্ট আশীস বিশ্বাস, সুপারভাইজরি কমিটির সদস্য লরেন্স মানিক রোজারিও, ক্রেডিটের প্রধান নির্বাহী অফিসার খৃষ্টফার লিন্টু গমেজ, মদনপুরের মার্কিস মার্টিন দাস, থিওডোর রোজারিওসহ আরো অনেকে।
সেমিনারে প্রধান অতিথি বাবু মার্কুজ বলেন, ‘আজ আপনারা আমাদের সাথে রয়েছেন বলেই ঢাকা ক্রেডিটের অগ্রগতি হয়ে চলেছে। ঢাকা ক্রেডিটের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সকল বিষয় নিয়ে কাজ করে। বাংলাদেশের খ্রিষ্টানের সংখ্যা খুবই নগণ্য। এই ক্ষুদ্র জনসংখ্যা নিয়ে যেন আমরা সম্মানের সাথে বাঁচতে পারি ঢাকা ক্রেডিট সেই লক্ষে কাজ করে যাচ্ছে।’
তিনি আরো বলেন, ‘আমরা এখানে একটি আবাসন প্রকল্প শুরু করবো, যেন আপনারা নিরাপদে এবং পরিচ্ছন্ন পরিবেশে অবস্থান করতে পারেন। আমরা এরমধ্যে জায়গাও দেখেছি। আমরা আশা করি আমাদের মেয়াদকালের মধ্যেই আমরা তা উদ্বোধন করবো। এছাড়াও এর সাথে একটি কমিউনিটি হল করবো, যেন সেখানে আপনারা ধর্মীয়সহ সকল বিষয়ে মিলিত হতে পারেন। এছাড়াও কমমূল্যে এখানে কিছু এ্যাপার্টমেন্ট করারও পরিকল্পনা রয়েছে। আপনাদের সহযোগিতা থাকলে আমরা দ্রুত সময়ের মধ্যে এই কাজ করা হবে।’
‘আপনাদের ঋণখেলাপীর হার কম, তাই ঢাকা ক্রেডিটের পক্ষ থেকে এই মদনপুরবাসীর সবাইকে ধন্যবাদ জানাই’ বলেন প্রধান অতিথি গমেজ।
ট্রেজারার বিপুল লরেন্স গমেজ, বলেন ‘আপনাদের মাঝে আসতে পেরে আজ আমরা খুবই আনন্দিত। মদনপুরের সদস্যরা সব সময় ঢাকা ক্রেডিটের সাথে ভাল সম্পর্ক রেখে চলেছে। আপনারা সব সময় এমন সহযোগিতা অব্যাহত রাখবেন বলে আমরা আশা করি।’
‘আপনারা আমাদের সাথে রয়েছেন বলে সবাইকে ধন্যবাদ জানাই। আমি বিশ্বাস করি এখানে কালেকশন বুথ হওয়ার কারণে আপনাদের অনেক উপকার হয়েছে। আপনারা আমাদের সাথে থাকতে চান বলেই আপনাদের আজকের সেমিনার করার জন্য অনুরোধ জানিয়েছেন’ বলেন ঢাকা ক্রেডিটের ভাইস-প্রেসিডেন্ট শীরেন সিলভেষ্টার গমেজ।
এ দিন সেক্রেটারি কস্তা ঢাকা ক্রেডিটের বিভিন্ন বিষয় নিয়ে প্রজেক্টরের মাধ্যমে আলোচনা করেন। তিনি ঢাকা ক্রেডিটের বিভিন্ন প্রকল্প, ক্রেডিটের ইতিহাস, প্রডাক্টসহ নানা বিষয় সাবলীল ভাবে উপস্থিতদের মধ্যে সহভাগিতা করেন।
এ ছাড়াও সেমিনারে অংশগ্রহণকারীরা মুক্তালোচনায় অংশ নিয়ে বিভিন্ন প্রশ্ন রাখেন এবং ক্রেডিটের বিভিন্ন বিষয়সমূহ নিয়ে আলোচনা করেন।
সেমিনার শেষে সভাপতি যগদীশ রায় সবাইকে ধন্যবাদ জানিয়ে সেমিনার শেষ করেন।
সেমিনারে প্রায় আড়াই শো মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে।
আরবি.আরপি.৪ মে, ২০১৮