ঢাকা ,
বার : বৃহস্পতিবার
তারিখ : ২৬ ডিসেম্বর ২০২৪
বাংলা : ১১ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ মন্ডলীতে খ্রিষ্টভক্তদের সক্রিয় করার লক্ষে কর্মশালা

মন্ডলীতে খ্রিষ্টভক্তদের সক্রিয় করার লক্ষে কর্মশালা

0
491

ডিসি নিউজ:
বিশপীয় খ্রিষ্ট-ভক্তজনগণ বিষয়ক কমিশন: খ্রিষ্টান সংগঠন বিষয়ক দপ্তরের আয়োজনে শুরু হয়েছে তৃতীয় খ্রিষ্টান সংগঠনের নেতৃবৃন্দের জাতীয় প্রশিক্ষণ কর্মশালা।
আজ ৫ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৫টায় মোহাম্মদপুরে সিবিসিবি সেন্টারে বাংলাদেশের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দদের নিয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
‘শান্তি স্থাপনে ও টেকসই উন্নয়নে খ্রিষ্টান নেতৃবৃন্দ’ মূলভাবকে কেন্দ্র করে এবারের প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
বিশপীয় খ্রিষ্ট-ভক্তজনগণ বিষয়ক কমিশনের সভাপতি বিশপ শরৎ ফ্রান্সিস গমেজের অনুপস্থিতিতে সেক্রেটারি থিওফিল নকরেক কর্মশালার উদ্বোধন ঘোষণা করেন।
খ্রিষ্টান সংগঠন বিষয়ক দপ্তরের আহ্বায়ক রেবেকা কুইয়া বলেন, ‘আমাদের এই কর্মশালার উদ্দেশ্যে হচ্ছে খ্রিষ্ট মন্ডলীতে শান্তি স্থাপনে জনগণের সক্রিয় অংশগ্রহণ, মন্ডলীর প্রতিটি কাজে খ্রিষ্ট-ভক্তদের সক্রিয় অংশগ্রহণ বৃদ্ধি, মন্ডলীর শিক্ষা ও আহ্বান, শিক্ষা, মর্যদা, দায়িত্ব, প্রৈরিতিক কাজে অংশগ্রহণ ও নীতিমালা সহভাগিতা করা।’
তিনি আরো বলেন, ‘মন্ডলী হচ্ছে পবিত্র সংগঠন, যার দায়িত্ব পালন করা আমাদের পবিত্র দায়িত্ব।’
কারিতাস বাংলাদেশের সহকারী নির্বাহী পরিচালক (প্রোগ্রাম) রঞ্জন ফ্রান্সিস রোজারিও ‘টেকসই উন্নয়নে খ্রিস্টান নেতৃবৃন্দ’ বিষয়ে আলোকপাত করতে গিয়ে বলেন, ‘উন্নয়ন হচ্ছে ইতিবাচক পরিবর্তন। উন্নয়ন যদি সমাজে সুষম বন্টন হয় তখনই সমাজের টেকসই উন্নয়স সম্ভব।’
নয়ানগর কাথলিক যুব সংঘের প্রেসিডেন্ট অংকুর কস্তা (অংশ গ্রহণকারী) ডিসিনিউজকে জানান, ‘বর্তমান সমাজে অনেকে পদের জন্য নেতৃত্ব প্রদান করতে চায়। সমাজে সেবার মাধ্যমে নেতৃত্ব প্রদান করলে সমাজের সুষম উন্নয়ন সম্ভব।’
আগামীকাল শান্তি স্থাপনে খ্রিষ্টান সমাজের নেতৃবৃন্দ, সামাজিক কার্যক্রমে আর্থিক ব্যবস্থাপনা বিষয়ে আলোচনা করবেন কার্ডিনাল প্যাট্রিক ডি রোজারিও সিএসসি এবং বিশপীয় খ্রিষ্ট-ভক্তজনগণ বিষয়ক কমিশনের সেক্রেটারি থিওফিল নকরেক।
কর্মশালায় উপস্থিত ছিলেন বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও, মহাসচিব হেমন্ত আই কোড়াইয়া, ঢাকা ক্রেডিটের ভাইস-প্রেসিডেন্ট শীরেন সিলভেষ্টার গমেজ, সেক্রেটারি পংকজ গিলবার্ট কস্তা, বোর্ড অব ডিরেক্টর পাপিয়া রিবেরূসহ বিভিন্ন সংগঠনের ৬৫জন নেতৃবৃন্দ।

আরো পড়ুন:

বিভিন্ন ডিনোমিনেশনের মধ্যে ঐক্য জোরদারের উদ্যোগ

ঢাকা ক্রেডিটে ২০০ জনের চাকরির সুযোগ