ঢাকা ,
বার : রবিবার
তারিখ : ২২ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৮ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ মাউসাইদ খ্রীষ্টান মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লি:, এর বার্ষিক সাধারণ সভা

মাউসাইদ খ্রীষ্টান মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লি:, এর বার্ষিক সাধারণ সভা

0
28

ডিসিনিউজবিডি।। উত্তরখান

মাউসাইদ খ্রীষ্টান মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লি:, এর ১২তম বার্ষিক সাধারণ সভা মাউসাইদ ক্যান্টারবারির সাধু আগষ্টিনের গীর্জা প্রঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।

২০ ডিসেম্বর, প্রতিষ্ঠানের চেয়ারম্যান ড্যানিয়েল নির্মল ডি’কস্তার সভাপতিত্বে ও সেক্রেটারী অপু যোসেফ কোড়াইয়ার সঞ্চালনায় বার্ষিক সাধারণ সভাটি অনুষ্ঠিত হয়। সাধারণ সভায় গেষ্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন মাউসাইদ ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার ডমিনিক সেন্টু রোজারিও, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:, ঢাকা (ঢাকা ক্রেডিট)Ñএর প্রেসিডেন্ট ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া।

সভাপতি তার স্বাগত বক্তব্যে সোসাইটির এক যুগ পূর্তিতে উপস্থিত অতিথিবর্গ ও সদস্যদের ধন্যবাদ জানিয়ে সমিতির বর্তমান অবস্থা তুলে ধরেন। এই সময়ে তিনি ঋণ খেলাপীদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের ব্যাপারে বর্তমান পরিষদের শক্ত অবস্থানের কথা জানান।

তিনি বলেন,“আমাদের এটা যেহেতু মাল্টিপারপাস কো-অপারেটিভ তাই আমাদের ঋণকে কম প্রাধান্য দিয়ে বৃহৎ ব্যবসার দিতে ধাবিত হতে হবে।” খেলাপী ঋণ আদায়ের লক্ষে বার্ষিক সাধারণ সভা থেকে একটি কমিটি গঠন করা হয়।

সভাপতি সদস্যদের মূলধন বাড়ানোর প্রতি বেশি গুরুত্বারোপের আহŸান জানান।

মাউসাইদ খ্রীষ্টান মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লি:, এর ২০২৩-২০২৪ খ্রীষ্টাব্দের প্রতিবেদন অনুযায়ী সদস্য সংখ্যা ৬৪০ জন এবং মূল ধনের পরিমান প্রায় পাঁট কোটি টাকার উপরে।

সোসাইটির আগামী দিনের প্রস্তাবনার মধ্যে প্রধান্য দেয়া হয়েছে মূলধন বৃদ্ধি. কর্মসংস্থান তৈরি, সদস্যসেবা বৃদ্ধি, শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে বিনিয়োগসহ অন্যান্য কার্যক্রম।

ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট তার বক্তব্যে সোসাইটির বর্তমান পরিষদকে আরো গুরুত্ব দিয়ে অগ্রাধিকার নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পরামর্শ দেন।

একই সাথে তিনি বর্তমানের প্রেক্ষাপটে শিশুদের শিক্ষার বিষয়ে গুরুত্ব দিয়ে বলেন, “আমাদের সমিতিগুলোর হয়তো অনেক টাকা হবে কিন্তু আমাদের সন্তানেরা যদি সুশিক্ষায় শিক্ষিত না হয় তাহলে অর্থ অনর্থক হয়ে পড়বে।”

তিনি বলেন,“ঢাকা ক্রেডিট ডিভাইন মার্সি হাসপাতাল নির্মান করেছে, নার্সিং ইনস্টিটিউট করেছে এবং খুব শীঘ্রই মেডিকেল কলেজ এর কাজ শুরু করবে। এর অক্ষ্যই হলো আমরা আমাদের পেছনে বিনিয়োগ করবো।”

বার্ষিক সাধারণ সভায় সদস্যদের সাথে আরো উপস্থিত ছিলেন দি মেট্রোপলিটন খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লি:, এর সেক্রেটারী ইমানুয়েল বাপ্পি মন্ডল, ঢাকা ক্রেডিটের ঋণ মঞ্জুরী কমিটির সেক্রেটারী মোশী মন্ডলসহ অন্যান্য নেতৃবৃন্দ।