শিরোনাম :
মাটিরাঙ্গায় ভূমি সেবা সপ্তাহ পালিত
শোভাযাত্রা ও আলোচনা সভাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে খাগড়াছড়ি জেলায় মাটিরাঙ্গায় ভূমি সেবা সপ্তাহ পালিত হয়েছে।
জমিজমা ‘রাখব নিস্কন্টক জমি-বাড়ি, করবো সবাই-নামজারি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার বেলা ১১টার দিকে মাটিরাঙ্গা উপজেলা ভূমি প্রশাসনের আয়োজনে উপজেলা প্রাঙ্গন থেকে একটি শোভাযাত্রা মাটিরাঙ্গার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। পরে মাটিরাঙ্গা উপজেলা পরিষদ মিলনায়তনে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন মাটিরাঙ্গা রেঞ্জ কর্মকর্তা মোঃ জহিরুল ইসলাম, মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও আলুটিলা মৌজার হেডম্যান হিরনজয় ত্রিপুরা এবং ২০১নং ধলিয়া মৌজার হেডম্যান চাইলাপ্রুরু চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।
সভাপতির বক্তব্যে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ সকলকে যথাসময়ে ভূমি কর পরিশোধের মাধ্যমে জমির মালিকানা স্বত্ব বজায় রাখার আহবান জানিয়ে বলেন, ভূমি সকলের অমূল্য সম্পদ। ভূমির যথাযথ রক্ষণাবেক্ষন ও ভবিষ্যৎ জটিলতা এড়ানোর জন্য নিজের মালিকানা অর্জন হওয়া মাত্র মিউটেশনের মাধ্যমে নিজের অংশের স্বত্ব ও খতিয়ান সুনির্দিষ্ট করার পরামর্শ দেন তিনি।
এ সময় সরকারী পদস্ত কর্মকর্তা, জনপ্রতিনিধি, হেডম্যান-কার্বারী, স্থানীয় সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থী প্রমুখ উপস্থিত ছিলেন।