শিরোনাম :
মাটি খুঁড়ে আবিস্কার হলো মুক্তিযুদ্ধকালের গুলি-ম্যাগজিন-গ্রেনেড
বগুড়ার সদর উপজেলার গোকুলের বড় ধাওয়াকোলা গ্রামে মাটি খুঁড়তে গিয়ে মুক্তিযুদ্ধকালের গ্রেনেড, গুলি, এসএমজি-এলএমজির ম্যাগজিন পাওয়া গেছে।
রোববার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার গোকুলের বড় ধাওয়াকোলা গ্রামে মরহুম কলিম উদ্দিন খানের ছেলে আশিক খানের বাড়ির পাশে সেপটিক ট্যাংক খুড়তে গিয়ে মাটির তলায় পাতিল দেখতে পান শ্রমিকরা।
বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী বাংলানিউজকে এ খবর নিশ্চিত করে জানান, গোকুলের বড় ধাওয়াকোলা গ্রামে মরহুম কলিম উদ্দিন খানের ছেলে আশিক খান নতুন বাড়ি নির্মাণ করছেন। তার বাড়ির পাশে সেপটিক ট্যাংক নির্মাণ কাজের সময় গুলি, ম্যাগজিন ও গ্রেনেড পাওয়া গেছে এসব মুক্তিযুদ্ধকালের বলে ধারণা করা হচ্ছে।
আরবি/ আরপি/ এসএন/ ১৯ ফেব্রুয়ারি, ২০১৭
































































