ঢাকা ,
বার : বুধবার
তারিখ : ০৫ নভেম্বর ২০২৫
বাংলা : ২১ কার্তিক ১৪৩২
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ মানবতা বিরোধী শক্তি হিসাবে মিডিয়াকে ব্যাবহার করছে: কার্ডিনাল প্যাট্রিক

মানবতা বিরোধী শক্তি হিসাবে মিডিয়াকে ব্যাবহার করছে: কার্ডিনাল প্যাট্রিক

0
502
বর্তমানে মিডিয়ার মাধ্যমে সম্পর্ক বৃদ্ধি পাচ্ছে, মানবতা প্রতিষ্ঠা হচ্ছে, কিন্তু বিপরীতমুখী কিছু কাজও হচ্ছে।কেউ কেউ মানবতা বিরোধী শক্তি হিসাবে মিডিয়াকে ব্যবহার করছে

‘মানুষ সম্পর্ক ছাড়া চলতে পারে না। মানুষ হলো সম্পর্কময় সত্ত্বা। আর সম্পর্ক হয় যোগাযোগের মাধ্যমে’ খ্রিষ্টীয় যোগাযোগ কেন্দ্রের আয়োজনে এক আলোচনা সভায় এ কথা বলেন ঢাকার আর্চবিশপ কার্ডিনাল প্যাট্রিক।

৩০ মে, বিকাল সাড়ে ৫টায় ফার্মগেট তেজগাঁও চার্চ কমিউনিটি সেন্টারে গণমাধ্যম কর্মী, সমাজের গণ্যমান্য ব্যক্তি ও বাণীদিপ্তী শিল্পীদের নিয়ে এ মিডিয়া সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কার্ডিনাল প্যাট্রিক ডি’রোজারিও সিএসসি।সভাপতিত্ব করেন খ্রিষ্টীয় যোগাযোগ কেন্দ্রের পরিচালক ও সাপ্তাহিক প্রতিবেশীর সম্পদক ফাদার আগস্টিন বুলবুল রিবেরু। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন তেজগাঁও ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার কমল কোড়াইয়া, বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও, ভারতের আরভিএ’র  কর্মকর্তা ফাদার রেমন্ড  আম্রোজ প্রমুখ।

সম্মেলনের মূলসুর ছিল ‘সত্য ও মঙ্গলবাণী ঘোষণায় মিডিয়া: পরিপ্রেক্ষিত রেডিও ভেরিতাস এশিয়া।’

কার্ডিনাল প্যাট্রি বলেন, মানুষের মাঝে যোগাযোগের মাধ্যমে সম্পর্ক যখন পরিস্ফূটিত হয়, তখন তা ঐশরিক হয়ে ওঠে। বর্তমানে মিডিয়ার মাধ্যমে সম্পর্ক বৃদ্ধি পাচ্ছে, মানবতা প্রতিষ্ঠা হচ্ছে, কিন্তু বিপরীতমুখী কিছু কাজও হচ্ছে।কেউ কেউ মানবতা বিরোধী শক্তি হিসাবে মিডিয়াকে ব্যাবহার করছে।

তিনি আরো বলেন, অনেকে মনে করেন, ফেসবুকে যা লেখা হয় তাই সত্য, সত্য না হলে লেখবে কেন? ফেসবুকে যা লেখা হয় তা যাচাই করে তারপর তা বিশ্বাস করতে হবে। সম্পর্ক ছিন্ন করার একটি মাধ্যম হলো ফেসবুক, এখানে অন্যের বিষয়ে নেতিবাচকভাবে লেখা হয়। আমাদের এ বিষয়ে সচেতন হতে হবে।

‘মিডিয়া ভাল মানুষের সুনাম নষ্ট করছে। যোগাযোগ মাধ্যম হচ্ছে একটি মিলন সমাজ, এখানে অনেকের অংশগ্রহণ আছে’। বাংলাদেশে মিডিয়াকে অগ্রাধিকার দিয়েছি  আর সেটা হচ্ছে মন্ডলী যেন মিলন সমাজ হয়। মিলন সমাজ হওয়ার পেছনে অনেক বাধা আছে। মিডিয়া ঠিক মতো ব্যবহার না করলে সমাজ অধঃপতনে যাবে। আমি গণমাধ্যমে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সত্য ও মঙ্গলবাণী প্রচারের আহ্বান জানাই।’ বলেন কার্ডিনাল প্যাট্রিক।

সভাপতি ফাদার বুলবুল আগষ্টিন রিবেরু বলেন, ‘মিডিয়ার দ্বারা আমরা সকলে কোন না কোনভাবে পরিচালিত হচ্ছি। আমাদের আচরণ কী, করণীয় কী, কী করতে পরবো সবই ঠিক করে দিচ্ছে মিডিয়া। আরভিএ একটি মাধ্যম যার মাধ্যমে সত্য এবং মঙ্গলবাণী প্রচার করা হয়। আমরা যে কোনো মিডিয়াতেই কাজ করতে পারি, কিন্তু সত্য ও মঙ্গলবাণী প্রচার করা মিডিয়া কর্মী হিসাবে আমাদের নৈতিক দায়িত্ব।’

অনুষ্ঠান শেষে মুক্তালোচনায় রেডিও ভেরিতাস এশিয়ার অনুষ্ঠান মালা, শ্রোতাদের চাহিদা, অনুষ্ঠানের উন্নয়ন নিয়ে বিভিন্নজন মন্তব্য করেন।