শিরোনাম :
মারা গেছেন নটরডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের রেজিষ্টার ফাদার লেনার্ড শঙ্কর রোজারিও
ডিসিনিউজবিডি।।
বাংলাদেশ কাথলিক মন্ডলীর হলিক্রস যাজক সংঘের ফাদার লেনার্ড শঙ্কর রোজারিও, সিএসসি ২০ জুন, ২০২৫ মারা যান। তিনি প্রায় এক বছর ধরে দুরারোগ্য ক্যান্সারে ভুগছিলেন। ৫৮ বছর বয়সে ফাদারা রোজারিও মৃত্যুবরণ করেন।
ফাদার রোজারিও’র মৃত্যুতে দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট উইনিয়ন লি: ঢাকা, এর প্রেসিডেন্ট ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া ও সেক্রেটারি মাইকেল জন গমেজ গভীর শোক প্রকাশ করেছেন।
ঢাকা মহাধর্মপ্রদেশের রাঙামাটিয়া ধর্মপল্লীর সন্তান ফাদার রোজারিও ছোট সাতানী গ্রামে ১৯৬৭ সালের ১১ ফ্রেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। ১৯৯০ সালে তিনি তার ব্রতীয় জীবনের প্রথম ব্রত গ্রহণ করেন এবং ১৯৯৮ সালের ২ জানুয়ারী, যাজক পদে অভিষিক্ত হন।
কর্মজীবনে তিনি পালকীয় সেবার পাশাপাশি করেছেন শিক্ষকতা। তিনি সর্বশেষ কাথলিক মন্ডলী পরিচালিত বাংলাদেশের একমাত্র বিশ্ববিদ্যালয় নটরডেম বিশ্ববিদ্যালয় এর রেজিষ্ট্রার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এর আগে তিনি নটরডেম কলেজ ঢাকা এর ভাইস-প্রিন্সিপাল ছিলেন।
নটরডেম বিশ^বিদ্যালয়ের সূত্রে জানা যায়, ২২ জুন দিনব্যাপী ফাদারের মৃতদেহ নটরডেম ক্যাম্পাসে রাখা হবে এবং সেখানে তাকে সবাই শ্রদ্ধা জানাতে পারবেন। পরে, সন্ধ্যা ৫.৩০ মিনিটে ম্যাথিউস হাউজে খ্রীষ্টযাগ অনুষ্ঠিত হবে।
আগামীকাল ২৩ জুন, সকাল ১১ টায় ফাদারের মৃতদেহ নিজ ধর্মপল্লী রাঙামাটিয়ায় নেয়া হবে ও খ্রীষ্টযাগ অনুষ্ঠিত হবে । পরে বিকেল ৩ টায় ভাদুনের ফাদারটেক চ্যাপালে খ্রীষ্টযাগের পরে একই হলিক্রস ফাদারদের করবস্থানে ফাদার রোজারিও’কে সমাহিত করা হবে।
































































