ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ মালুমঘাটে করোনা উপসর্গে মারা গেলেন খ্রিষ্টান চিকিৎসক

মালুমঘাটে করোনা উপসর্গে মারা গেলেন খ্রিষ্টান চিকিৎসক

0
2384

|| ম্যাগডেলিন ডি’সিলভা ||

কক্সবাজারের চকরিয়া উপজেলার মালুমঘাট এলাকায় করোনা উপসর্গ নিয়ে মারা গেলেন স্টিফেন গনছালভেস নামে একজন খ্যাতনামা চিকিৎসক।

১৪ জুন সকাল ১১টায় তিনি মালুমঘাট খ্রীষ্টান মেমোরিয়াল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তিনি মালুমঘাটের মা মনি ক্লিনিকের চিকিৎসক ছিলেন। তাছাড়া চকরিয়ায় তাঁর প্রাইভেট চেম্বার ছিল।

উল্লেখ্য, কক্সবাজার ও চট্টগ্রামের হাতেগোণা কয়েকজন খ্রিষ্টান চিকিৎসকের মধ্যে তিনি অন্যতম। এলাকায় অভিজ্ঞ চিকিৎসক হিসেবে তিনি অত্যন্ত সুপরিচিত ছিলেন।

ডা. স্টিফেন গনছালভেসের মা মিসেস মাসাং গনছালভেস করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

বেসরকারি সংস্থার কর্মকর্তা ও লামা উপজেলার বাসিন্দা মিঃ স্টিফেন ত্রিপুরা বলেন, ‘এলাকায় অভিজ্ঞ ও দক্ষ চিকিৎসক হিসেবে ডা. স্টিফেন অত্যন্ত সুপরিচিত ছিলেন। তিনি আমার অত্যন্ত কাছের মানুষ ছিলেন। খ্রিষ্টান সমাজ একজন দক্ষ চিকিৎসক ও ভালো মানুষকে হারালো’।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র, দুই কন্যা সন্তান, আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।