শিরোনাম :
মিশন শ্রীলঙ্কা, উড়ালো টাইগাররা
শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দেশটির উদ্দেশে ঢাকা ছেড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। সোমবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ২টায় শ্রীলঙ্কান এয়ারলাইন্সযোগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায় অধিনায়ক মুশফিকুর রহিমের নেতৃত্বাধীন বাংলাদেশ দল। তিন ঘণ্টা ভ্রমন শেষে টাইগারদের শ্রীলঙ্কা পৌঁছানোর কথা।
শ্রীলঙ্কার বিপক্ষে টাইগারদের সিরিজের শুরুটা হবে দুই দিনের প্রস্তুতি ম্যাচ দিয়ে। ২-৩ মার্চ মোরাতুয়া ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচটি খেলবে সফরকারীরা।
তিন দিন বিরতির পর ৭ মার্চ গলে শুরু হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। প্রথম টেস্টের পর ১৫ মার্চ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টটি শুরু হবে কলম্বোর পি সারা ওভালে।
টেস্ট সিরিজ শেষে কলম্বোতে ২২ মার্চ অনুষ্ঠিত হবে একদিনের একটি প্রস্তুতি ম্যাচ। এর দুই দিন বিরতির পর ২৫ মার্চ রাঙ্গিরি ডাম্বুলা আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে।