ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট মুক্তিযুদ্ধ-বিষয়ক বইয়ের মোড়ক উন্মোচন: মৃত্যুঞ্জয়ী বীর

মুক্তিযুদ্ধ-বিষয়ক বইয়ের মোড়ক উন্মোচন: মৃত্যুঞ্জয়ী বীর

0
467

স্বাধীনতা যুদ্ধে খ্রিষ্টান সম্প্রদায়ের অবদান-বিষয়ক ‘মৃত্যুঞ্জয়ী বীর’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। থকবিরিম প্রকাশনা মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করে।

১৩ এপ্রিল, সন্ধ্যা ৭টায় ঢাকা ক্রেডিটের বিকে গুড কনফারেন্স হলে বিজয় ম্যানুয়েল প্যারিশের মুক্তিযুদ্ধের অভিজ্ঞতা নিয়ে লেখা বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কবি আসাদ চৌধুরী। সভাপতিত্ব করেন কবি ও সাহিত্যক থিওফিল নিসারন নকরেক।

সভাপতি থিওফিল নকরেক বলেন, একজন লেখকের কাছে একটি বই প্রকাশ করা মানে একটি সন্তানের জন্ম দেওয়া। বিজয় প্যারিশের জন্য ‘মৃত্যুঞ্জয়ী বীর’ প্রথম সন্তান। তিনি মুক্তিদ্ধের সময় কীভাবে অপারেশনে অংশগ্রহণ করে স্বাধীনতা ছিনিয়ে আনেন তারই বিরবণ এই বইতে তুলে ধরেছেন।

প্রধান অতিথি কবি আসাদ চৌধুরী বলেন, ‘আত্মসম্মান বোধ কমে যাওয়ার কারণে মানুষ আজ বই পড়া থেকে দূরে সরে যাচ্ছে। মানুষের মধ্যে মনুষ্যত্ববোধ জাগ্রত না হলে জাতি কখনো ডিজিটাল হতে পারবে না।’

কবি আরো বলেন, এই বইটি সংক্ষিপ্ত আকারে ইংরেজি ভাষায় অনুবাদ করলে বিদেশি মানুষ আমাদের মুক্তিসংগ্রামের বিষয়ে জানতে পারবে। স্বাধীনতা-বিষয়ক বই ‘মৃত্যুঞ্জয়ী বীর’ একটি ইতিহাস। একটি স্বাধীনতার দলিল হিসেবে উপহার পেয়েছে বাঙালি জাতি।

বিশেষ অতিথি ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজ বলেন, ‘একজন মুক্তিযোদ্ধা কখনো দেশদ্রোহী হতে পারে না। খ্রিষ্টানদের মধ্যে একজনও রাজাকার নেই। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় বিজয় প্যারিশকে বিডিআর বিদ্রোহর সূত্রে তিন বছর বিনা দোষে কারাবরণ করতে হয়েছে।’

প্রেসিডেন্ট গমেজ লেখক বিজয় ম্যানুয়েলকে উৎসাহিত করেন মুক্তিযুদ্ধ-বিষয়ক লেখা চালিয়ে যাবার জন্য।

লেখক বিজয় ম্যানুয়েল ডি’প্যারিশ অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, ‘যুদ্ধের সময় বার বার মৃত্যুর মুখে পতিত হয়েছি। এখনো প্রতিদিন সংগ্রাম করে জীবন অতিবাহিত করতে হচ্ছে।’

থকবিরিম প্রকাশনা কর্তৃক আয়োজিত মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও ফটো সাংবাদিক হারুণ হাবিব, কবি মথেন্দ্র মানখিন, এশিয়া কারিতাসের প্রেসিডেন্ট ড. বেনেডিক্ট আলো ডি’রোজারিও, ইঞ্জিনিয়ার মুহম্মদ আলী, বীর মুক্তিযোদ্ধা অনিল ছেরাও, ঢাকা ক্রেডিটের সেক্রেটারি পংকজ গিলবার্ট কস্তা, বোর্ড অব ডিরেক্টর রতন পিটার কোড়াইয়া, রূপন পিউরীফিকেশন, ক্রেডিট কমিটির চেয়ারম্যান সলোমন আই. রোজারিও, সেক্রেটারি সজল গমেজ, সুপারভাইজরি কমিটির সদস্য প্রত্যেশ রাংশাসহ আরো অনেকে।